Ghatal: ঘাটাল মহকুমা সাহিত্য একাডেমির দশম বার্ষিক অনুষ্ঠান

Share with Friends

শ্যামসুন্দর দোলই, ঘাটাল: ঘাটাল মহকুমা সাহিত্য একাডেমির (Ghatal Mahakuma Sahitya Academy) দশম বর্ষের বাৎসকির অনুষ্ঠান হল রবিবার। ঘাটালের ঋষি অরবিন্দ উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠনের আয়োজন করা হয়। সাহিত্য আলোচনা, কবিতা পাঠ এ বই প্রকাশের মধ্যে দিয়ে পালিত হয় এদিনে অনুষ্ঠান।

সুসংস্কৃতি মানব সভ্যতার অহঙ্কার। এটি মানবজাতির অলঙ্কারও। এর পরিশীলিত প্রকাশ সাহিত্য। এরই প্রসারে দশম বার্ষিক অনুষ্ঠান হল ১৯ ডিসেম্বর। মঙ্গলদীপ জ্বেলে অনুষ্ঠানের শুভ সূচনা করেন একাডেমির সভাপতি অধ্যাপক জীবানন্দ ঘোষ। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শিক্ষিকা মাধবী আদক ও সম্প্রদায়। 

স্বাগত ভাষণে একাডেমির সম্পাদক ডক্টর পুলক রায় সাহিত্য চর্চার উত্তরণে সকল সদস্যের সার্বিক প্রয়াসে কৃতজ্ঞতা প্রকাশ করেন। উদ্বোধনী ভাষণে সভাপতি পারস্পরিক শ্রদ্ধা জ্ঞাপনে গুরুত্ব দিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন।  সহসভাপতি অধ্যাপক প্রণব হড় কোভিড পরিস্থিতিতে সম্মিলিতভাবে সাহিত্য চর্চার প্রতিবন্ধকতা খেদ প্রকাশ করে ওয়ার্ডস ওয়ার্থ, কোল্মিজ প্রমুখ কবিদের কাহিনী পরিবেশনে সাহিত্য সেবায় তরুণ সম্প্রদায়কে প্রাণিত করেছেন।

রবীন্দ্র পুরস্কার ও মুজফ্ফর আহমেদ পুরস্কারাদিতে সংবর্ধিত সাহিত্য সেবী ডাঃ শঙ্খকুমার নাথ তাঁর দীর্ঘ বক্তব্যে বিজ্ঞান-সাহিত্যের মেলবন্ধনের কথা বলেন। সেখানে তিনি অক্ষয়কুমার দত্ত ও গদ্য বাঙলা সাহিত্যের জনক বালক ঈশ্বরের সুস্বাস্থ্য চেতনায় বর্তমান কোভিড প্রতিরোধী স্বাস্থ্য বিধির অপূর্ব সমন্বয় সাধন-সহ স্বাধীনতা সংগ্রামে বীরত্ব এবং দেশপ্রেমে গর্ববোধ করে দেশাত্মবোধক গান গেয়ে সকলকে মুগ্ধ করেন।

এছাড়াও কথায়, কবিতায়, গানে ও নাচে অংশগ্রহণ করেন সাহিত্য সেবী সুজিত বন্দ্যোপাধ্যায়, মাণিকচন্দ্র দোলৈ, সাধনচন্দ্র বারিক, দেবারতি ও দেবযানী দে প্রমুখ। এদিন সাহিত্য চর্চায় বিশেষ স্বীকৃতি স্বরূপ ভবানী শংকর চক্রবর্তী, মিঠু মণ্ডল প্রমুখদের সংবর্ধিত করা হয়েছে। এই সভায় কবি কাশীনাথ দোলৈএর ‘তুমি জাগো মা’, নবীনচন্দ্র বেরার ‘কাব্যমালা’ কাব্যগ্রন্থাদি প্রকাশ করা হয়েছে।

সামগ্রিক ভাবে এই বার্ষিকী বাসর ভাবগম্ভীর থেকে ভাবরসে ভেসেছে। এই অনুষ্ঠানের সুচারু সঞ্চালনায় ছিলেন বাসুদেবপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠে র প্রধান শিক্ষক তারাশঙ্কর দাসবৈরাগী।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *