৪ দলের দিন-রাতের টান টান উত্তেজনার প্রতিযোগিতা জিতে নিল সাগরপুর

Share with Friends

শ্যামসুন্দর দোলই, দাসপুর: ফুটবল (Football) বাঙালির কাছে সেরা খেলা।‌ সোশ্যাল মিডিয়া ইন্টারনেটের যুগেও হারিয়ে যায়নি। পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) সাগরপুর স্যার আশুতোষ উচ্চ বিদ্যালয়ের ময়দানে তা আরও একবার প্রমাণিত হল। রবিবার ২৬ ডিসেম্বর একটি ৪ দলের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। বলে কিক করে প্রতিযোগির আয়োজন করেন দাসপুরের বিধায়ক মমতা ভূঁইয়া।

প্রতিযোগিতার আয়োজন করে সাগরপুর ফুটবল এসোসিয়েশন (SFA)। ৪ দলের নক আউট প্রতিযোগিতাটি এক দিনেই শেষ করা হয়। এর জন্য রাতেও ম্যাচ হয়। মমতা ভূঁইয়া ছাড়াও এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাসপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক, দাসপুর ২ নম্বর গ্রামপঞ্চায়েত প্রধান গোলাম মোর্তজা, সাগরপুর স্যার আশুতোষ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানস কুমার মান্না, পৌরোহিত্যের আসনে সাগরপুর পল্লী উন্নয়ন সমিতির সম্পাদক বলরাম হাইত।

এদিন প্রথম ম্যাচ হয় বাগনান ফুটবল একাডেমি বনাম চন্দননগর ফুটবল একাদশের। ম্যাচে বাগনান বেশির ভাগ সময় চন্দননগরকে চাপে রাখে। কিন্তু শেষ পর্যন্ত ২-০ গোলে জিতে ফাইনালে পৌঁছে যায় চন্দননগর ফুটবল একাদশই।

দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ঘাটাল এসএসএ এবং সাগরপুর ক্লাসিক ওয়ান। এ ক্ষেত্রে দুই দলই রুদ্ধশ্বাস ম্যাচে একে অপরকে টেক্কা দিতে থাকে। নির্ধারিত সময়ে গোল শূন্য অবস্থায় শেষ হয় ম্যাচ। ফয়সালা হয় টাইব্রেকারে। সেখানে ৫-৪ গোলের ব্যবধানে এগিয়ে  ফাইনালে ওঠে সাগরপুর।

ফাইনালেও সেয়ানে সেয়ানে টক্কর দিয়েছে সাগরপুর ও চন্দননগর। সেখানেও নির্ধারিত সময় গোল শূন্য থাকে ম্যাচ। সেই ম্যাচের ফয়সালাও টাইব্রেকারে করতে হয়। শেষ পর্যন্ত টানটান টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হয় সাগরপুর। জিতে নেয় ‘ক্লাসিক ওয়ান এসএফএ কাপ ২০২১’। বিজয়ীদের হাতে ট্রফি এবং নগদ ১৮ হাজা টাকা তুলে দেওয়া হয়। চন্দননগর ফুটবল একাদশের হাতে বিজিত ট্রফি সহ নগদ ১৫ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে। 

গোটা প্রতিযোগিতাটি এসএফএ-র সম্পাদক প্রলয় বেরা, অনুষ্ঠানের সঞ্চালক স্বর্ণেন্দু জানা সকল সদস্যের পরিকল্পনা ও সহযোগিতায় শোভাযাত্রা, নাচ,গান ও আলোকসজ্জায় উৎসবের আমেজে সম্পন্ন হয়। পৌষের শীতকে উপেক্ষা করে বিপুল সংখ্যক দর্শক এই ফুটবল প্রতিযোগিতা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *