44 কোটি ডোজ ভ্যাকসিন অর্ডার করল কেন্দ্র

Share with Friends

নিজস্ব সংবাদদাতা: ৪৪ কোটি ডোজ ভ্যাকসিন অর্ডার দিল কেন্দ্র। এই ভ্যাকসিন আগস্ট থেকে ডিসেম্বর ২০২১ এর মধ্যে কেন্দ্রের কাছে পৌঁছবে বলে জানা গেছে। আগামিকাল অর্থাৎ ৭ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের ভ্যাকসিন নীতি বদল করার কথা জানান দেশের উদ্দেশে ভাষণ দেওয়ার সময়। আজ ৮ জুন দেশের স্বাস্থ্য মন্ত্রী এই ৪৪ কোটি ভ্যাকসিন অর্ডার দেওয়ার কথা দেশবাসী কে জানান।

৪৪ কোটি ডোজের মধ্যে ২৫ কোটি ডোজ কভিসিল্ড ও ১৯ কোটি ডোজ কোভ্যাকসিন রয়েছে। গতকালই প্রধানমন্ত্রী মোদী নতুন ভ্যাকসিন পলিসি ঘোষণা করেন, সেই পলিসি অনুযায়ী এখন আর রাজ্য সরকারকে ভ্যাকসিন কিনতে হবে না। সমস্তটাই আয়োজন করবে কেন্দ্র সরকার। সমস্ত রাজ্যকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। ১৮ বছরের বেশি সকলকেই বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে।

নতুন ভ্যাকসিন পলিসি এর জন্যে প্রায় ৫০০০০ কোটি টাকা খরচ হবে বলে কেন্দ্র আজ জানিয়েছে। গত সপ্তাহে কেন্দ্র Biological-E’s Covid ভ্যাকসিন থেকে ৩০ কোটি ডোজের অর্ডার দিয়েছিল কেন্দ্র।

অবশ্য এর আগে কেন্দ্র সরকারের ভ্যাকসিন পলিসি নিয়ে কেন্দ্রকে সুপ্রিম কোর্টের রোষের মুখে পড়তে হয়। অনেকের মতে অবশ্য সেই কারনেই ভ্যাকসিন নীতি পরিবর্তন করে কেন্দ্র সরকার। নানান রাজ্যের মুখ্য মন্ত্রী ও বিরোধী নেতাও এর আগে কেন্দ্রকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার আর্জি করে।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *