গুড়লি মৈত্রী সঙ্ঘের শ্রী শ্রী শ্যামা পূজা ৪৯তম বর্ষে

Share with Friends

শ্যামসুন্দর দোলই: ঘাটাল: এ বছর শ্রী শ্রী শ্যামা পূজায় ৪৯তম বর্ষে পা দিয়েছে গুড়লি মৈত্রী সঙ্ঘ। তাই প্রভাতফেরীতে ৪৯টি মঙ্গল ঘট মাথায় সামিল হয়েছে। নারী শক্তি বাহিনী। আদিতে এলাকার কয়েকটি শিশুর খেলার আনন্দেই এই পুজোর শুরু হয়েছিল। তা আজ মহীরুহে পরিণত হয়েছে।

এ বছর কোভিড সচেতনতায় ৪ নভেম্বর এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সাগরপুর স্যার আশুতোষ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানস কুমার মান্না। তিনি অন্ধকারনাশী এই আলোর উৎসবের শতায়ূ ছাড়ানোর আশা পোষণ করেন। পুণ্যবতী সমাজ গঠনের বার্তায় পৌরোহিত্য করেছেন নগেন্দ্রনাথ মণ্ডল।

সঙ্ঘের সম্পাদক শ্রীকান্ত কদম এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় তাদের সামাজিক সম্প্রীতির বন্ধনে লোকশিক্ষা সমাজ চেতনা ও সমাজসেবার দৃষ্টান্ত ব্যক্ত করেছেন।

এছাড়াও সুরতপুর ঋষি অরবিন্দ শতবার্ষিকী বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক তারাশঙ্কর দাসবৈরাগী রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিঙ্কর পাত্র, গ্রামীণ চিকিৎসক সমিতির সভাপতি ডাঃ প্রফুল্ল বেরা, ভারতীয় সেনাবাহিনীর শিক্ষানবিশ শিবব্রত শাসমল, সমাজসেবী বাদল জানা ও কালীপদ মণ্ডল প্রমুখ অতিথিবৃন্দ পরিচ্ছন্ন আলোর উৎসবে মৈত্রী বন্ধন সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন।

সমগ্র অনুষ্ঠানের সুচারু সঞ্চালনায় ছিলেন মুরলী সামন্ত ।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *