নিজস্ব সংবাদদাতা, ঘাটাল: এক নাবালিকাকে ফুসলিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে লুকিয়ে রাখার অভিয়োগ উঠল পশ্চিম মেদিনীপুরে (Paschim Medinipur) দাসপুর (Daspur) থানা এলাকার রাজনগরের এক যুবকের বিরুদ্ধে। নাবালিকার বাড়ি ঘাটাল এলাকায়। তার বাবা ওই যুবকের বিরুদ্ধে ঘাটাল থানায় অভিযোগ দায়ের করেছেন। সেই সঙ্গে তিনি পুলিশি নিষ্কৃয়তার অভিযোগও করেছেন।
নাবালিকার বাবার অভিযোগ, পুলিশে অভিযোগ দায়ের করা স্বত্বেও এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করেনি প্রশাসন। বৃহস্পতিবার সকালেই সংবাদমাধ্যমের সামনে এই অভিযোগ করেন নাবালিকার বাবা।
নাবালিকার বাবার দাবি, তাঁর মেয়ের বয়স ১৮ বছর হয়নি। মেয়ের বয়সের প্রমানপত্র দেখিয়ে তিনি বলেন, “আমার মেয়ের বয়স ১৭ বছর ২ মাস। রাজনগরের একটি ছেলে আমার মেয়েকে ভুল বুঝিয়ে ২৪ অগাস্ট নিয়ে চলে যায়। আমি ঘাটাল থানায় এফআইআর দায়ের করেছি।
মানুষের পাশে থাকার বার্তায় রক্তদান শিবির দাসপুরের কলমিজোড় তরুণ সংঘের
নাবালিকার বাবা আরও দাবি, বার বার থানায় গেলেও থানায় গেলেও তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছে। কোনও সাহায্য করা হয়নি। এমনকি ফোন করেও কোনও লাভ হয়নি। মেয়েকে ফেরৎ পেতে চাই। সেই সঙ্গে নাবালিকা মেয়েকে নিয়ে তুলে নিয়ে যাওয়ার জন্য ওই ছেলের শাস্তি দাবি করছি।
সিপিএমের ছাত্র যুব সংগঠনের উদ্যোগে স্বাধীনতা দিবসে ফুটবল প্রতিযোগিতা
এদিকে পুলিশ প্রশাসনের দাবি, তারা অভিযোগ পেয়েছে। খতিয়ে দেখা হচ্ছে। গোটা বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে।


