সংবাদ সংস্থা, নিউ ইয়র্ক: নিউ ইয়র্কে ঘূর্ণিঝড় আইদার কারণে বৃহস্পতিবার জরুরি অবস্থা ঘোষণা করা হয়। জরুরি অবস্থা ঘোষণা করেন গভর্ণর ক্যাথি হোচুল। নিউইয়র্ক সিটি এবং যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকাজুড়ে আইদার কারণে ব্যাপক বন্যা দেখা দেয়া।
টুইটারে হোচুল বলেন, ‘ঝড়ে ক্ষতিগ্রস্ত নিউইয়র্কবাসীকে সহায়তার জন্য আমি জরুরি অবস্থা ঘোষণা করছি।’
উল্লেখ্য, স্থানীয় সময় রবিবার যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য লুইজিয়ানায় আঘাত হানে ঘূর্ণিঝড় আইদা। ঘণ্টায় ১১০ মাইল বেগে আঘাত হানে।ঝড়টি পরে উত্তর দিকে বয়ে যায় এবং এর প্রভাবে টর্নেডো এবং বন্যা পরিস্থিতি দেখা দেয়। বন্যায় বিপর্যস্ত নিউইয়র্ক সিটি। বন্যার কারণে দেশটির আবহাওয়া অধিদপ্তর নিউ ইয়র্ক সিটিতে জরুরি অবস্থা ঘোষণা করে।
Looks like NYC is now a part of the Atlantic Ocean 🤦♂️pic.twitter.com/FjhlHP3dXE
— Ben Noll (@BenNollWeather) September 2, 2021
দেশটির গণমাধ্যমে বলা হয়েছে, হ্যারিকেন আইডার প্রভাবে নিউ ইয়র্ক সিটির সাবওয়ে স্টেশনগুলো বন্যার কবলে পড়ে। এতে যোগাযোগ ব্যবস্থা সব বিচ্ছিন্ন হয়ে যায়।
Es gibt keinen Menschen gemachten #klimawandel und #NewYork so #Hurricane_Ida #Hurricane #Klimakatastrophe #Klimakrise pic.twitter.com/nHHDf3JJ5P
— #Hambi bleibt (@DanniPilger) September 2, 2021
আবহাওয়া পরিষেবা থেকে বুধবার রাতে টুইট বার্তায় জানানো হয়, বন্যার কারণে ম্যানহাটান, ব্রুকলিন ও কুইন্সের কিছু অংশে রাত সাড়ে ১১টা পর্যন্ত জরুরি সতর্কতা ছিলো।
NEW YORK – Un premier bilan des inondations à New York fait état d’au moins 7 morts. #UnitedStates #NewYork #HurricaneIda pic.twitter.com/RF0mGc8d9g
— N24 (@N24brk) September 2, 2021
নিউ জার্সির মেয়র হেক্টর লোরা বুধবার সন্ধ্যায় তার ফেসবুকে এই জরুরি অবস্থার কথা জানান। তিনি এক সতর্কবার্তা স্থানীয়দের বাইরে বেরোতে নিষেধ করেন।




