৩ দিন ধরে পাম্প চালিয়েও নামছে না জল, মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন

Share with Friends

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: মেদিনীপুর পুরসভা এলাকায় নিচু এলাকা থেকে জল বার করতে পাম্প চালু করেছে পুরসভা কর্তৃপক্ষ। রবিবার সকাল থেকেই পাম্প চালু করা হয়েছিল মহতাব পুর এলাকায়। ৩ দিন কেটে গেলেও মেদিনীপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড এখনো জলমগ্ন। হাঁটু সমান জল দাঁড়িয়ে রয়েছে গোটা এলাকা জুড়ে।

মেদিনীপুর পুরসভার প্রায় ২৫০ থেকে ৩০০ বাড়ি এই জমা জলের ফলে প্রভাবিত হচ্ছে। পৌরসভা পদক্ষেপ নিলেও এখনও সম্পূর্ণ জল নিষ্কাসন করা সম্ভব হয়নি। মহতাবপুর এলাকায় ২ টি পাম্প বসিয়ে জল বার করার কাজ চলছে।

মঙ্গলবার জল নিষ্কাসন নিয়ে বৈঠকে বসছে মেদিনীপুরের দমকল বিভাগ। কত দ্রত কী ভাবে জল বার করা যায় সেই রুট ম্যাপ বার করার চেষ্টা হবে। পরিস্থিতি কত তাড়াতাড়ি স্বাভাবিক করা যায় সে রাস্তা খুঁজে দেখা হবে। সেই সঙ্গে এই সমস্যার স্থায়ী সমাধানের পথের খোঁজ হবে।

স্থানীয় মানুষের বিক্ষোভ সামনে আসতে শুরু করেছে ইতিমধ্যেই। তাঁদের অভিযোগ এই মহতাব পুর এলাকায় নিকাশি ব্যবস্থা মোটেই ভাল নয়। কোথাও কোথাও তো নিকাশি নালাই নেই। তাই জল নামছেই না।

এদিকে পৌরসভার আধিকারিকরা একাধিকবার এলাকায় গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন তাঁরা।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *