Droupadi Murmu: অখিল মন্তব্যের জেরে মুখোমুখি দাঁড়িয়ে বিজেপি তৃণমূল সিপিএম!

Share with Friends

ব্যুরো রিপোর্ট: রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর (President Droupadi Murmu) প্রতি অখিল গিরির (Akhil Giri) কুরুচিকর মন্তব্যের জেরে উত্তাল হওয়া রাজ্য রাজনীতির সব পক্ষকে আজ এক বিন্দুতে এনে দাঁড় করিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এক বিতর্কিত মন্তব্যের জেরে থানায় অভিযোগ দায়ের করেছেন বিরবাহা। সেই মন্তব্যরের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সিপিএম নেতা সুজন চক্রবর্তীর।

স্বাভাবিক ভাবে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার বিজেপি এবং তৃণমূলকে এক সারিতে বসিয়ে আক্রমণ করেছেন সুজন চক্রবর্তী। তাঁর প্রশ্ন, শুভেন্দুর নামে যদি বিরবাহা থানায় অভিযোগ দায়ের করতে পারেন তবে অখিল গিরির বিরুদ্ধে এখনও তৃণমূল কেন ব্যবস্থা নিল না? কেন থানায় অভিযোগ দায়ের হয়নি সে প্রশ্নে সুজন বিদ্ধ করেছেন রাজ্যের শাসক দলকে।

যদিও সে প্রশ্নের উত্তর আগেই দেওয়ার চেষ্টা করেছেন অভিষেক। তিনি বলেন, দলের সুপ্রিমো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অখিল গিরির মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। কিন্তু শুভেন্দুর দলের শীর্ষ নেতারা কি প্রকাশ্যে রাজ্যের বিরোধী দলনেতার মন্তব্যের জন্য তা করতে পারবেন? ক্ষমা চাইতে পারবেন বিজেপি সভাপতি?
দেখুন সেই ভিডিও-


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *