About us

আমাদের কথা

কৃষি প্রধান অবিভক্ত মেদিনীপুর জেলায় (অধুনা পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম) ৭০-এর দশক থেকেই একটি কৃষি সংবাদপত্রের অভাব সর্বস্তরে অনুভূত হচ্ছিল। যেখানে কৃষি বিজ্ঞান ও বিজ্ঞানীদের সঙ্গে কৃষকদের এক সেতু বন্ধনের কাজ করবে একটি সংবাপত্র। সে কথা বিবেচনা করে দীর্ঘদিন আলোচনা ও পরিকল্পনার পর ১৯৮৩ সালের ১০ এপ্রিল প্রকাশ করা হয় কৃষিজীবী সমাচার।

প্রথমে মাসিক আকারে প্রকাশ পায় কৃষিজীবী সমাচার। এর পর নিয়ম মেনে করা হয় RNI-এর রেজিস্ট্রেশনের আবেদন। সংবাদপত্রের নাম নিয়ে RNI-এর সঙ্গে চিঠি আদানপ্রদানের পর অবশেষে ১৯৮৯ সালের ৪ অগস্ট সংগ্রামী কৃষিজীবী সমাচার নামে মেরে রেজিস্ট্রেশন।

পাঠক ও কৃষির অগ্রগতির দাবি মেনে ১৯৯০ সালের জুনে মাসিক থেকে পাক্ষিকে উন্নিত হয় সংগ্রামী কৃষিজীবী সমাচারের। তার পর থেকে প্রতি ইংরেজি মাসের ৮ ও ২৩ তারিখ নিয়মিত প্রকাশিত হয়ে চলেছে সংগ্রামী কৃষিজীবী সমাচার।

সময়ের সঙ্গে তাল মিলিয়ে ২০২১ সালের মে মাসে সংগ্রামী কৃষিজীবী সমাচার ডিজিটাল মাধ্যমে পা রাখে। শুরু হয় krishijeebesamachar.com-এর। শুরু থেকেই পাঠক মহলে সমাদৃত হতে শুরু করে এই উদ্যোগ। সংগ্রামী কৃষিজীবী সমাচার সংবাদপত্রের মতোই ডিজিটাল মাধ্যমেও কৃষিকে প্রাধান্য দিয়ে গুরুত্বের সঙ্গে সংবাদ প্রকাশ করা হয়। সেখানে কৃষি ও কৃষকের মুখপত্র হয়ে ওঠার পাশাপাশি সমসাময়িক অন্যান্য ধারার খবরের উপর জোর দেওয়া হতে শুরু করেছে। যা কৃষির পাশাপাশি অন্যান্য খবরে আগ্রহী পাঠকেরও টেনে আনতে শুরু করেছে। আগামী দিনে কৃষি ও কৃষকদের কথা ভেবে এই প্ল্যাটফর্মকে আরও বিস্তার করার পরিকল্পনা রয়েছে।