Ayesha Takia: এ কী অবস্থা সালমানের হিরোইনের! ভিডিও পোস্ট করে ট্রোলের মুখে আয়েশা

Share with Friends

নিজস্ব প্রতিবেদন: এক সময় তিনি ছিলেন হিন্দি সিনেমাপ্রেমীদের অন্যতম হার্টথ্রব। তবে বিয়ে করার পর অভিনয় ছেড়ে সংসারে মন দিয়েছেন আয়েশা টাকিয়া (Ayesha Takia)। তার পর থেকে তাঁকে আর সে ভাবে লাইম লাইটে দেখা যায়নি। তবে মাঝে কয়েকটি ছবি প্রকাশ্যে আসায় ট্রোলের শিকার হতে হয় তাঁকে। কারণ আয়েশা নাকি মুখে সার্জারি করিয়েছিলেন। তার পরই তাঁকে দেখতে একেবারে অন্য রকম হয়ে যায়। যা তাঁর ভক্তদের মোটেই পছন্দ হয়নি। তা নিয়েই কটাক্ষের মুখে পড়তে হয় আয়েশাকে। এবার নিজের কয়েকটি ছোট ছোট ভিডিও শেয়ার করেছেন।

নতুন ভিডিওগুলিতে আয়েশাকে দেখা যাচ্ছে, আয়নার নামনে দাঁড়িয়ে নিজেই ফোন থেকে সেগুলি রেকর্ড করেছেন। পরে যা নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডলে শেয়ার করেছেন। আর তার পরই তাঁকে ট্রোলিংয়ের শিকার হতে হচ্ছে। তাঁর ঠোঁট নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছে। নিজের ঠোঁটের এ কী অবস্থা করেছেন, সে প্রশ্ন ছুঁড়ে দেন নেটিজেনরা।

তবে এই প্রথম নয় এর আগেও তাঁর নতুন চেহারার ছবি ভিডিও শেয়ার করেছেন আয়েশা। প্রতিবারেই তাঁকে এমন প্রশ্নের মুখে পড়তে হয়েছে। দেখুন আয়েশার পোস্ট করা ছবি ভিডিও।

আরও পড়ুন: ‘ন্যাশনাল ক্রাশ’ রশমিকা মান্দানার ক্রাশ কে নিজেই জানালেন অভিনেত্রী

আরও পড়ুন: ক্যাটরিনাকে প্রেমিক খোঁজার পরামর্শ আলিয়ার, পালটা আলিয়ার বিয়ে দেওয়ার কথা বললেন ক্যাটরিনা

তবে আয়েশা একাই নয়, নিজেকে আরও সুন্দর করে গিয়ে আরও অনেক অভিনেত্রীই মুখের আদল বদলে ফেলেছেন। যা সব সময় ভক্তদের পছন্দ হয়নি। আর বার বার সেই হিরোইন বা অভিনেত্রীদেরও ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছে।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *