Dog Show: সারমেয় প্রেমে মেমারির ডগ শো উদ্বোধনে অভিনেত্রী শ্রীলেখা মিত্র

Share with Friends

নিজস্ব প্রতিনিধি, মেমারি: পূর্ব বর্ধমানের (Purba Burdwan) মেমারিতে ডগ শো (Memari Dog show) উদ্বোধন করলেন অভিনেত্রী তথা সারমেয় প্রেমী শ্রীলেখা মিত্র (Srileekha Mitra)। রবিবার বিকালে শিক্ষা বিকাশ সেবা ফাউন্ডেশন বিএড কলেজের মাঠে এই ডগ শোয়ের উদ্বোধন হয়। আয়োজন করে মেমারি ক‍্যানেল ক্লাব ও শিক্ষা বিকাশ সেবা ফাউন্ডেশন। রঞ্জনা ঘোষদস্তিদারের স্মৃতিতে আয়োজিত এই ডগ শোয়ে প্রায় ১৩০টি কুকুর অংশ নেয়।

রবিবার দুপুরেই মেমারি পৌঁছে যান শ্রীলেখা। উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে সহযোগিতা করেন শিক্ষিকা ঐশ্বর্য‍্য মুখোপাধ্যা, ঐশী সিংহরায়। বিচারক ছিলেন কলকাতার জয়দীপ দাশগুপ্ত ও শুভাশিস হালদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা বিকাশ সেবা ফাউন্ডেশনের ডিরেক্টর প্রশান্ত সিংহ রায়। গোটা অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেন বর্ধমান অ্যানিম্যালস রিসোর্স সংস্থা সদস্য অর্ণব দাস।

অর্ণব দাস জানান, আশপাশের জেলা ছাড়াও মালদহের মতো দূরের জেলা থেকে প্রতিযোগিরা আসেন। এমনকি পশ্চিমবঙ্গ ছাড়াও পাশের রাজ্য ঝাড়খন্ডের জামশেদপুর থেকেও বেশি কিছু কুকুর এই ডগ শোয়ে অংশ নেয়। বিভিন্ন জায়গা থেকে আসা জার্মান শেফার্ড, গোল্ডেন রিডটিভার, সাইবেরিয়ান হাসকি, ল্যাব্রাডর, পমেরিয়ান, পিটবুল, রটহুইলার, গ্রেট ডেন-সহ আরও কিছু প্রজাতির কুকুর প্রদর্শনীতে অংশ নিয়েছে।

রবিবার বিকাল ৪টা থেকে শুরু হওয়া ডগ শো চলে প্রায় রাত ২টো পর্যন্ত। শো শেষে জয়ীদের ছাড়াও অংশ নেওয়া সবাইয়ের জন্য পুরস্কারের ব্যবস্থা ছিল। এমন আকর্ষণীয় ডগ শো দেখতে প্রচুর মানুষ উপস্থিত হন। রাত্রি পর্যন্ত তাঁরা তারিয়ে তারিয়ে উপভোগ করেন এই সব বিভিন্ন প্রজাতির কুকুরের সমাগম।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *