পশুচিকিৎসককে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ মেনকা গান্ধীর বিরুদ্ধে, ভাইরাল অডিও টেপ

Share with Friends

সংবাদ সংস্থা, নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রী তথা পশুপ্রেমী হিসাবে পরিচিত মেনকা গান্ধীর (Menka Gandhi) বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলনে নামল ভারতের পশুচিকিৎসকদের সংগঠন। মেনকার বিরুদ্ধে ফোনে এক পশুচিকিৎসককে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে। সেই কথোপকথনের অডিও টেপ প্রকাশ্যে চলে আসে।

অডিও টেপে ওই পশুচিকিৎসকের সঙ্গে অসভ্য ভাষায় কথা বলার পাশাপাশি লাইসেন্স বাতিল করে দেওয়ার হুমকিও দিতে শোনা যায়। ওই গলা মেনকা গান্ধীর বলে দাবি করা হয়েছে। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে মেনকা গান্ধীর বিরুদ্ধে সমালোচনা।

পশুচিকিৎসকদের সংগঠনের তরফে মেনকা গান্ধীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে একটি প্রতিবাদ পত্রও পাঠানো হয়েছে। সেই সঙ্গে সংগঠনের তরফে জানানো হয়েছে, আজ বুধবার তারা ধর্মঘটে যাচ্ছে, কোথাও কোনও পশুচিকিৎসক কাজ করবেন না।  শুনুন সেই অডিও টেপ।

আরও পড়ুন: বিজেপি সরকারকে প্যাঁচে ফেলতে ছক কষছে কংগ্রেস, মমতার ভূমিকা কী হবে সে দিকে তাকিয়ে দেশ

মেনকা গান্ধীর এই কাজের বিরুদ্ধে সকাল থেকে টুইটারে ব্ল্যাকডে (#BlackDay) এবং মেনকা গান্ধীকে বয়কটের ডাক দিয়ে #BoycottManekaGandhi ট্রেন্ডিং শুরু হয়ে যায়। একের পর এক সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ভাইরাল অডিও টেপ। যদিও এই অডিও টেপের সত্যাতা যাচাই করা সম্ভব হয়নি কৃষিজীবীল সমাচারের পক্ষে। এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত গোটা বিষয়টি নিয়ে মেনকা গান্ধীর কোনও প্রতিক্রিয়াও মেলেনি।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *