কুম্ভ ও মীন রাশির জাতক জাতিকারা কেমন স্বভাবের হয়

Share with Friends

কুম্ভ ও মীন রাশির জাতক জাতিকারা কেমন স্বভাবের হয়

কুম্ভ – ব্যক্তিত্ব অত্যন্ত ভাল হয়। এর প্রধান কারণ হল এই রাশির লোকজন খুবই সৎ প্রকৃতির হয়। এনারা খুব পরিশ্রমী হন। লোকজন এনাদের ওপর ভরসা করেন। সত্যের পথে চলতে পছন্দ করেন। মাঝে মাঝে উদাস হয়ে পড়েন।

এমনিতে কম রাগ করেন। তবে একবার রেগে গেলে অপর পক্ষকে শিক্ষা দিয়ে ছাড়েন। কথা কম বলেন। যা বলেন যথাযথ বলার চেষ্টা করেন। অন্যান্যরা এঁদের ব্যক্তিত্ব, পোশাক পরিচ্ছদ, চাল চলনের অনুরাগী হয়।

নিজেদের মনের কথা বা ভাব একটু দেরিতে হলেও ব্যক্ত করেন। উদার মনোভাবের কারণে সমাজে প্রশংসিত হন। তবে যথাযথ প্ল্যান না করে কাজ শুরু করার কারণে এঁদের অনেক কাজ মাঝপথেই আটকে যায়।

মীন – একটু চঞ্চল প্রকৃতির হতে দেখা যায়। চেহারায় হাসিখুশি ভাব বেশি লক্ষ্য করা যায়। যখন চিন্তায় থাকেন, তখন খুব বেশি অস্থির হয়ে ওঠেন। পৃথিবীর যাবতীয় দায়িত্ব এনারা নিজেদের ওপর নিতে পছন্দ করেন।

তবে যখন খুশি থাকেন, তখন আনন্দের কোন সীমানা থাকেনা। যে কোন কাজ মুড অনুযায়ী করতে ভালোবাসেন। কাজ করতে পিছপা হননা। নিজের কাজ না করে অন্যকে দিয়ে ভাল কাজ করাতে পারেন।

তবে মনের মত সঙ্গী পেলে সমস্ত কাজ করতে পারেন। রাগ বা জোর করে কোন কাজ এনাদের দিতে করানো সম্ভব হয়না। ভাল বন্ধু হতে পারেন। ক্ষুদ্রতম কাজের জন্যেও এনারা ধন্যবাদ জ্ঞাপন করতে ভোলেন না।

মানুষের ব্যক্তিত্ব বা নেচার সম্পর্কে ওয়াকিবহাল থাকেন। এনারা খুব বেশি ট্র্যাভেল করেন। যে কোন কাজ খুব উৎসাহের সাথে শুরু করলেও মাঝখানে এসে থমকে যাওয়া এনাদের স্বভাবের মধ্যে পড়ে।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *