পুরাতাত্ত্বিক ডক্টর প্রণব রায়ের প্রয়াণে স্মরণ সভা

Share with Friends

শ্যামসুন্দর দোলই, ঘাটাল: পুরাতাত্ত্বিক ডক্টর প্রণব রায়ের স্মরণ সভা অনুষ্ঠিত হল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল টাউন হলে। ১১ ডিসেম্বর শনিবার এই অনুষ্ঠানের আয়োজক ছিল প্রণব রায় স্মৃতি সংরক্ষণ সমিতি।

এই বছর ৩০ অক্টোবর ৮৫ বছর বয়সে বার্ধক্য জনিত কারণে কলকাতার চিকিৎসারত অবস্থায় মারা যান প্রণব রায়। তিনি ছিলেন ঘাটাল মহকুমার বাসুদেবপুর গ্রামের ভূমিপুত্র। পিতা পরিব্রাজক ও আঞ্চলিক ইতিহাসকার পঞ্চানন রায়ের পদাঙ্ক অনুসরণ করে সুযোগ্য উত্তরসুরী হিসেবে তা আরও বিকশিত করেছেন।

প্রণব রায় “ঘাটালের কথা”, ” মেদিনীপুর : ইতিহাস ও সংস্কৃতির বিবর্তন”, বাংলার খাবার, বাংলার মন্দির স্থাপত্য ও ভাস্কর্য, আঁধার মাণিক প্রভৃতি গবেষণা মূলক বহু গ্রন্থ রচনা করেন। এবিষয়ে উল্লেখযোগ্য কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ
তিনি লন্ডনের রয়েল সোসাইটির সদস্য এবং এশিয়াটিক সোসাইটির ফেলো নির্বাচিত হয়েছেন।

প্রণব রায়ের স্মরণ সভায় তাঁকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পর অবিভক্ত মেদিনীপুর জেলার দ্বিতীয় গর্ব বলে মন্তব্য করেন অতিথিরা। তাঁর কর্মকাণ্ড উত্তরসূরীদের মধ্যে প্রসারে সংগ্রহশালা ও আলোচনা সভা করানোর প্রস্তাব দিয়েছেন।

এ দিনের অনুষ্ঠানে স্মরণে “প্রণব বীক্ষা”  শিরোনামে একটি স্মরণিকা প্রকাশ করা হয়। এর আনুষ্ঠানিক প্রকাশ করেন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস। প্রণব রায়ের ভাই ঘাটাল মহকুমা সাহিত্য একাডেমীর সম্পাদক ও পিতার অনুগামী গবেষক ডক্টর পুলক রায় তাঁর স্মৃতিচারণে অগ্রজকে রাসভারী ও প্রত্নতত্ত্ব প্রেমী হিসেবেই ব্যক্ত করেন।

এ দিনের সভায় পুরাতাত্ত্বিক প্রণব প্রেমিকদের সঙ্গে আরও সামিল ছিলেন ঘাটাল মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক দেবাশিস পোড়ে, পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দফতরের প্রাক্তন সহ অধিকর্তা মাণিক চন্দ্র দোলৈ, অধ্যাপক জীবানন্দ ঘোষ ও প্রণব হড়, ঘাটাল পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ বিকাশ কর, মানস কুমার মান্না প্রমুখ।

সভায় রাজ্য সরকারের শিল্প এস্টেট উন্নয়ন ম্যানেজার পদ থেকে অবসর প্রাপ্ত সচিব জয়দেব ঘড়ার পৌরোহিত্যে সঞ্চালনায় ছিলেন শিক্ষক সুজিত বন্দোপাধ্যায় ও স্মরণসভার আহ্বায়ক তারাশঙ্কর দাশবৈরাগী।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *