রাজ্যে প্রচূর শূন্যপদে আশা কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের শেষ তারিখ

Share with Friends

রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য দারুণ চাকরির সুখবর। রাজ্যের আরও এক জেলায় আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেবলমাত্র মহিলারা করতে পারবেন আবেদন। আপনি যদি মাধ্যমিক পাশ করে থাকেন তবে করতে পারবেন চাকরির জন্য আবেদন। শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তাই আপনি যদি এই আশা কর্মীর চাকরি করতে আগ্রহী হয়ে থাকেন, দেরি না করে এখনই দেখে নিন আবেদনের বিস্তারিত খুঁটিনাটি। 

নিয়োগকারী সংস্থা ও নিয়োগস্থান: উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা অর্থাৎ সাব-ডিভিশনের অধীনে বিভিন্ন ব্লকে আশা কর্মী নিয়োগ করা হবে। 

দৈনিক চাকরির খবর পেতে আমাদের whatsapp গ্রুপে যুক্ত হন এখানে ক্লিক করে

বিভিন্ন ব্লকের নাম: যেসব ব্লকে নিয়োগ হবে- 

১. চোপড়া

২. ইসলামপুর

৩. গোয়ালপোখর-১

৪. গোয়ালপোখর-২

৫. করণদিঘি 

এসব ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের অধীনে নানান গ্রামে নিয়োগ হবে।

শূন্যপদ: ২২৬টি। 

শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে।

আবেদনকারীর বয়স: বয়স হতে হবে ৩০-৪০ বছরের মধ্যে। SC/ST দের ক্ষেত্রে বয়স হতে হবে ২২-৪০ বছরের মধ্যে।

আবেদন প্রক্রিয়া: আবেদনকারীকে সর্বপ্রথম Application Form ডাউনলোড করে সেখানে নিজের যাবতীয় তথ্যাদি দিয়ে তা পূরণ করতে হবে। 

Application Form এর সঙ্গে যেসব ডকুমেন্ট সাবমিট করবেন- 

১. ভোটার কিংবা রেশন কার্ড 

২. মাধ্যমিকের মার্কশিট 

৩. SC/ST সার্টিফিকেট (যদি থাকে)

৪.এক্সপেরিয়েন্স সার্টিফিকেট (যদি থাকে)

৫. ২ কপি রঙীন পাসপোর্ট সাইজের ছবি।

Application Form পাঠানোর ঠিকানা: Application Form এর সঙ্গে যাবতীয় ডকুমেন্ট দিয়ে তা পাঠাতে হবে নিজস্ব ব্লকে তথা BDO Office এ। Speed Post / Registered Post / Drop Box এর মাধ্যমে পাঠাতে পারেন।

নিয়োগ প্রক্রিয়া: শিক্ষাগত যোগ্যতা দেখে Interview এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের সময়সীমা: আগামী ৩১/০১/২০২২ এর মধ্যে আবেদন করতে পারবেন।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *