Istanbul Blast: আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু অন্তত ৬ জনের, ঘটনার মুহূর্তের ভিডিও প্রকাশ্যে

Share with Friends

ব্যুরো রিপোর্ট, ইস্তানবুল: শক্তিশালি বিস্ফোরণে কেঁপে উঠল তুরস্কের রাজধানী ইস্তানবুল (Istanbul Blast)। স্থানীয় সময় বিকাল ৪টা ১৩ মিনিটে রাজধানীর ইস্তিকলাল বাজার এলাকায় বিস্ফোরণ ঘটে। এটি শপিং এরিয়া হিসাবে জনপ্রিয় এলাকা। বিকেলের সময় রাস্তায় প্রচুর ভিড়ও ছিল বলে দেখা যায় সিসিটিভি ফুটেজে। বিস্ফোরণে প্রচুর মানুষ গুরুতর আহত হয়েছেন।

সিসিটিভি ফুটেজ দেখে প্রাথমিক তদন্তের পর তুরস্কের প্রশাসন জানিয়েছে এটি একটি আত্মঘাতী বিস্ফোরণ। তুরস্কের প্রেসিডেন্ট রিসিপ তাইপ এরডোগান ৬ জনের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। এরডোগান একটি টেলি প্রেস কনফারেন্সে জানিয়েছেন, এটি একটি জঙ্গি হামলা।

প্রাথমিক যা সূত্র পাওয়া গিয়েছে সেই মোতাবেক তিনি এই মন্তব্য করেন। এরগোডান আরও জানিয়েছেন, রাষ্ট্রের সংশ্লিষ্ট সব বিভাগ তদন্ত শুরু করেছে। যারাই এই নক্কারজনক হামলার পিছনে রয়েছে তাদের খুঁজে বার করা হবে।

বিস্ফোরণের পরই ওই এলাকায় পুলিশের হেলিকপ্টার সাইরেন বাজিয়ে পুলিশ এবং অ্যাম্বুলেন্স ঘুরে বেড়াতে দেখা যায়। গোটা এলাকা কর্ডন করে রেখেছে পুলিশ। তদন্তে নেমেছে ইস্তানবুলের ফরেন্সিক দলও।

সংবাদ সংস্থা এএফপিকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তাঁর চোখের সামনেই বিস্ফোরণ ঘটে। তিনি তখন ওই সেখান থেকে মাত্র ৫০-৫৫ মিটার দূরে ছিলেন। বিস্ফোরণের পরই ভূমিতে অন্তত তিন চার জনকে পড়ে থাকতে দেখতে পান।

বিস্ফোরণের মুহূর্তের যে ভিডিওগুলি প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, তীব্র শব্দের পরই আগুনের হলকা দেখা যাচ্ছে। আর মানুষ আতঙ্কে যে যেদিকে পারছেন পালিয়ে বাঁচার চেষ্টা করছেন।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *