ব্যাংক, ATM-এ লিংকের সমস্যা, চূড়ান্ত ভোগান্তি গ্রাহকদের

Share with Friends

ব্যুরো রিপোর্ট: সপ্তাহের দ্বিতীয় দিন ব্যস্ততম সময়ে রাজ্যের একাধিক জায়গায় ব্যাংক পরিষেবা ব্যাহত। মঙ্গলবার অন্তত দুপুর ১২টা থেকে বিভিন্ন ব্যংক এবং ATM পরিষেবা কার্যত বন্ধ। দীর্ঘক্ষণ দীর্ঘ লাইন দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে গ্রাহকদের।

মলভূম গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এক্সিস ব্যাংক-সহ বিভিন্ন ব্যংকের ATM-এ দুপুর থেকেই কোনও কাজ হচ্ছে না। ব্যাংক ATM থেকে ফিরে যেতে হচ্ছে সাধারণ গ্রাহকদের। এই সব ক্ষেত্রে কোনও রকম লেনদেন বা একাউন্ট সংক্রান্ত কাজ বন্ধ রয়েছে। এই প্রতিবেনদ প্রকাশ পর্যন্ত পরিষেবা প্রায় ২ ঘণ্টা ধরে বন্ধ বলে জানিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ এবং গ্রাহকরা।

পশ্চিম মেদিনীপুর দাসপুর ২ নম্বর ব্লকের সোনাখালীর মলভূমি গ্রামীণ ব্যাংক থেকে একের পর এক গ্রাহককে ফিরে যেতে দেখা গিয়েছে। কী কারণে এই সমস্যা তা ব্যাংকের তরফে পরিষ্কার করে কিছু জানানো সম্ভব হয়নি। এবং কখন এই সমস্যা মিটবে তারও কোনও উত্তর দিতে পারেননি তাঁরা।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *