Ghatal: সরকারি সুযোগ থেকে বঞ্চনার অভিযোগে পথে নামল আদিবাসীদের সংগঠন

Share with Friends

শ্যামসুন্দর দোলই, ঘাটাল: সরকারির সুযোগ সুবিধা থেকে বঞ্চনার প্রতিবাদে এবার রাস্তায় নামল ভারত জাকাত মাঝি পরগণা মহল (Bhatar Jakat Paragana Mahal)। শুক্রবার পশ্চিম মেদিনীপুরে ঘাটাল (Ghatal)মহকুমায় দাসপুরের রাজনগরে গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশনও দেওয়া হয় এই আদিবাসী সংগঠনের তরফে।

শুক্রবারের এই গণডেপুটেশনে ভারত জাকাত মাঝি পরগণা মহলের রাজনগর ২ নম্বর পীড় পারগাণা মহল শাখার তরফে একাধিক দাবি তোলা হয়। ডেপুটেশন প্রদানকারীদের অভিযোগ, আদিবাসীদের জন্য নির্ধারিত সরকারি প্যাকেজ থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন।

পাশাপাশি সংগঠনের তরফে উন্নয়ন নিয়েও একগুচ্ছ দাবি তোলেন। তাঁদের এলাকায় পাকা রাস্তা তৈরি হয়নি। দ্রুত তা করতে হবে বলেও দাবি করা হয় সংগঠনের তরফে। তাঁদের এলাকায় নলকূপের পরিবর্তে সজলধারা চালু করার দাবিও তোলা হয়।

সংগঠনের সদস্যদের তরফে দাবি রাখা হয় তাঁদেরও বার্ধক্যভাতা দিতে হবে। তাঁদের জন্য বরাদ্দ উন্নয়নের টাকা ‘মেলাতে, খেলাতে’ খরচ করা চলবে না। সংগঠনের দাবি রাজ্যে উন্নয়ন হলেও তাঁরা তার কোনও সুফল পাচ্ছেন না। এমন একগুচ্ছ অভিযোগ এবং দাবি নিয়ে শতাধিক আদিবাসী সিঁধু কানু ফুলো জিৎকোর ধ্বনি আউড়ে এই প্রতিবাদ মিছিলে পা মেলান।

এই কর্মসূচি প্রসঙ্গে রাজনগর গ্রাম পঞ্চায়েত প্রধান অরুণকুমার দোলই জানিয়েছেন, আদিবাসীদের উন্নয়নে নির্ধারিত সরকারি প্যাকেজ তাঁরা সবার আগেই পেয়ে থাকেন। তাঁদের জন্য বরাদ্দ টাক অন্য কোনও খাতেই খরচ হয় না। তাঁদের নতুন কোনও সৃজনশীল দাবি অবশ্যই বিবেচিত হবে।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *