নিজস্ব সংবাদদাতা, ঘাটাল: গত কয়েক দিনের বর্ষায় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল (Ghatal Flood) মহকুমার বিস্তীর্ণ এলাকা জলের তলায়। পরিস্থিতি সামাল দিলে সরকার এবং বিরোধী সেই সঙ্গে কিছু এনজিও মেনেছে ত্রাণ বিলি-সহ নানা ভাবে দুর্গতের সাহায্যের জন্য। নৌকায় করে এলাকা পরিদর্শন করেন ঘাটালের সাংসদ দেব Dev)। তেমনি প্রথম দিন থেকেই এলাকর মানুষের পাশে থেকেছেন ঘাটালের বিধায়ক শীতল কাপাট (BJP MLA)। বৃহস্পতি এবং শুক্রবারও তিনি ত্রাণ নিয়ে নৌকায় করে এলাকায় ঘোরেন। সেখানে দেখা গেল নিজের মাথায় ত্রাণের বস্তা তুলে নিয়েছেন বিধায়ক।

বৃহস্পতিবার ঘাটালের ৩ এবং ৪ নম্বর অঞ্চলে জলবন্দী মানুষদের জন্য শুকনো খাবার, পানীয় জল, কিছু প্রাথমিক ওষুধ, ত্রিপল তুলে দিলেন ঘাটালের বিধায়ক শীতল কপাট। শুক্রবারও তিনি ত্রাণ নিয়ে ঘাটাল ব্লকের ৮ নম্বর অঞ্চলের দেওয়ানচক ২ এলাকায় ত্রাণ বিলি করেন। নিজে মানুষের হাতে সেই সব ত্রাণ তুলে দেন বিজেপি বিধায়ক।
ত্রাণ অনেক নেতাই দিতে আসেন। তবে শীতল কটাপকে দেখা গেল গাড়ি থেকে নৌকায় ত্রাণ সামগ্রী বোঝাই করার সময় নিজেই মাথায় তুলে নেন বস্তা। সেখানে উপস্থিত কারও ক্যামেরায় ধরা পড়ে গোটা ঘটনা।
ঘাটালের বিজেপি বিধায়ক যে ভাবে মানুষের পাশে রয়েছেন তাতে এলাকার মানুষ ধন্যবাদ জানিয়েছেন তাঁকে।