৭৮তম বর্ষে শ্যামা পুজোয় স্বেচ্ছায় রক্তদান শিবির দাসপুরের ভূতা হাটতলায়

Share with Friends

শ্যামসুন্দর দোলই, ঘাটাল: ৭ নভেম্বর রবিবার স্বেচ্ছায় রক্তদান শিবির হল পশ্চিম মেদিনীপুরে (Paschim Medinipur) ঘাটালের (Ghatal) ভূতা হাটতলায়। আয়োজক ছিল দাসপুর (Daspur) থানার অন্তর্গত ভূতা ভ্রাতৃ সংঘ। এই সংঘের ৭৮তম বর্ষের শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষ্যে বিভিন্ন ধরনের খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি কোভিড পরিস্থিতিতে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের রক্তের চাহিদা পূরণ করতে এক মহতী রক্তদান কর্মসূচী সম্পূর্ণ হয়েছে ।

ভূতা ভ্রাতৃ সঙ্ঘের সম্পাদক সৌমিত্র  সিংহ রায় জানিয়েছেন এদিন ২১ জন‌ মহিলা সহ মোট ৫১ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন। রক্ত সংগ্রহ করেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লাড ব্যাংক। এদিন কোভিড স্বাস্থ্য বিধিকে মান্যতা দিয়েই রক্তদান কর্মসূচী সম্পূর্ণ হয়েছে।

ভূতা ভ্রাতৃ সংঘের এই উদ্যোগে এলাকার মানুষ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। এমন উদ্যোগ রক্তের চাহিদা মেটাতে সাহায্য করবে বলে মত প্রকাশ করেন তাঁরা। এমন উদ্যোগ সব পুজো কমিটির নেওয়া উচিত বলেও মনে করেন অনেকে।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *