নিজস্ব সংবাদদাতা, দাসপুর: এই শীতে দুঃস্থ শিশুদের পাশে থাকতে একের পর এক কর্মসূচি নিয়ে চলেছে পশ্চিম মেদিনীপুরে দাসপুরের স্বেচ্ছাসেবী সংস্থা ‘দাসপুর ইউফোরিক ওয়েলফেয়ার সোশ্যাইটি’ (DEWS)। ডিউসের সদস্যরা রবিবার ২ জানুয়ারি পৌঁছে গিয়েছিল দাসপুর থানার অন্তর্গত চাঁদপুর (ভীমতলা) গ্রামে।
এ দিন প্রায় ২০০ শিশুর হাতে বই খাতা-সহ নানা শিক্ষা সামগ্রী এবং সেই সঙ্গে শীতববস্ত্র তুলে দেয় ডিউস। সকাল থেকেই এলাকার শিশুদের মধ্যে প্রবল উৎসা ছিল। শীতের জামা কাপড় এবং শিক্ষা সামগ্রী বিতরণ শুরু হতেই হাসি ফুটতে থাকে এই শিশুদের মুখে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন দাসপুরের বিধায়িক মমতা ভূঁইঞা। সেই সঙ্গে উপস্থিত ছিলেন, দাসপুর ১ নম্বর ব্লকের বিডিও বিকাশ নস্কর, ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক কৌশিক সামন্ত। তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কের সম্পাদক কৌশিক কূলভী, বাসুদেবপুর গ্রামপঞ্চায়েতের প্রধান সাবিনা ইয়াসমিন, উপপ্রধান কাজল সামন্ত।

এ ছাড়াও ছিলেন বাসুদেবপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক তারাশঙ্কর দাস বৈরাগী, সহপ্রধান শিক্ষক সমরেশচন্দ্র মাইতি, সমাজসেবী তথা শ্রীরামপুর বিদ্যাসাগর শিক্ষামন্দিরের প্রাক্তন প্রধান শিক্ষক সুকুমার পাত্র। চাঁদপুর শিশু শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষিকা আভা দে এবং এলাকার বিশিষ্ট জনেরা।

ডিউসের সম্পাদক ডক্টর সুমন্ত খাঁড়া সফল ভাবে অনুষ্ঠান শেষের পর বলেন, “সবার সহাযোগিতায় আমরা কিছু শিশুর মুখে হাসি ফোটাতে পেরেছি, এটাই আমাদের প্রাপ্তি। সবাইকে অনেক ধন্যবাদ।” এই অনুষ্ঠানে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসের যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি প্রশাসনিক কাজের ব্যস্ততার জন্য উপস্থিত থাকতে পারেননি। তবে তিনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বলে জানান সুমন্ত খাঁড়া।

রবিবারই নয় সম্প্রতি গত ২৬ ডিসেম্বর পশ্চিম মেদিনীপুরের বালিচক ও বাগালপাড়াতেও শীতার্ত মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেয় ডিউস। এর আগেও একের পর এক কর্মসূচি সফল ভাবে সম্পন্ন করেছে তারা।