কর্কট রাশির জাতক জাতিকারা কেমন স্বভাবের হয়

Share with Friends

কর্কট রাশির মানুষ – এখানে আমরা মেষ রাশির জাতক জাতিকারা কেমন হয় তা আলোচনা করলাম। তবে এখানে আমরা জেনারেল একটি আলোচনা শেয়ার করব। অমত হলে ক্ষমা করবেন। আর যদি মনে হয় ঠিক তবে অন্যদের সঙ্গে শেয়ার করুন।

১। কর্কট রাশির জাতক জাতিকা কিছুটা ইমোশনাল হয়ে থাকে। আবেগ প্রবন মনোভাব এদের মাঝে মাঝে বিপদে ফেলে। মন খুব উদার হয়ে থাকে এদের। কখনো কখনো এদের মানুষ ঠকায়।

২। কোনও মানুষ বিপদে থাকলে বা কষ্টে থাকলে এরা দেখতে পারে না। এরা সব সময় মানুষকে উপকার করতে প্রস্তুত থাকে।

৩। এরা আয়েশ করে থাকতে ভালবাসে। এরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও ইমোশনাল হয়ে পড়ে। আবেগ প্রবন হয়ে সিদ্ধান্ত নেওয়ার কারনে তাতে ভুল হয় মাঝে মাঝে।

৪। ডিসিপ্লিন বজায় রাখতে চেষ্টা করে এরা। টেকনোলজি, ম্যানেজম্যান্ট ইত্যাদি ক্ষেত্রে এরা বেশ ভাল প্রদর্শন করে থাকে। এরা সহজে কিছু ভুলতে পারে না।

৫। এরা খুব সংবেদনশীল হয়ে থাকেন। কোন কাজে বেশ উৎসাহের সাথে শুরু করলেও শেষ পর্যন্ত যেতে যেতে এরা সেই উৎসাহ হারিয়ে ফেলে।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *