মকর রাশি (Capricorn Horoscope) – নিজের নৈতিক মূল্য, কর্তব্য পালন করে ভাল অনুভব করবেন। ব্যবসায় ম্যানেজমেন্ট ভাল করতে হবে।
এছাড়া নতুন লোকজনের সাথে কলাবোরেশন করা বা আপনার সহকারী বা কর্মচারীদের কাজের প্রতি উদ্বুদ্ধ করার চেষ্টা করলে ভাল ফল পাবেন।
অফিসে আপনার পরিশ্রমের ফল পাবেন। পারিবারিক খরচ খরচা বৃদ্ধি পাওয়ায় বিবাদের পরিস্থিতি তৈরি হতে পারে। দাম্পত্য বা প্রেম জীবন রোম্যান্টিক কাটবে।
স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে। শিক্ষার্থীদের নিজেদের কাজ ব্যতীত অন্যান্য বিষয়ে অধিক আকর্ষণ ক্ষতিকর হতে পারে।
আজ কোন আত্মীয়ের বাড়ি যেতে পারেন বা আত্মীয়ের বাড়িতে আগমন ঘটতে পারে। ট্র্যাভেল করে আজ লাভ পাবেন। আজ আপনার শুভ রং হল আকাশী নীল এবং শুভ সংখ্যা হল ৩।