ঘাটালের বন্যা পরিদর্শনে মঙ্গলে মুখ্যমন্ত্রী, পরিস্থিতির জন্য দুষলেন কেন্দ্রকেই

Share with Friends

শ্যামসুন্দর দোলই, ঘাটাল: পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বন্যা (Ghatal Flood) পরিস্থিতি পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ১০ অগাস্ট মঙ্গলবার মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম থেকে হেলিকপ্টারে ঘাটাল পৌঁছন। সেখানে পৌঁছে বন্যা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন। ঘাটালে তাঁর সঙ্গে ছিলেন এলাকার সাংসদ অভিনেতা দেব, পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক রশ্মি কমল এবং বিধায়ক মানস ভূঁইয়া। 

মঙ্গলবার কুশপাতার বঙ্গবাসী ক্লাব সংলগ্ন অস্থায়ী হেলিপ্যাডে পৌঁছনর আগেই আকাশপথ থেকেই বন্যার জল তলিয়ে যাওয়া কৃষি জমি, জলবন্দি ঘাটালবাসীর বেদনাদায়ক পরিস্থিতি দেখতে পারন। সেই দৃশ্য মোবাইল ক্যামেরায় ধরে রাখেন। কুশপাতায় অস্থায়ী হেলিপ্যাডে নেমে অনুকুল আশ্রমে শ্রদ্ধা নিবেদন করে নদীবাঁধ ধরে ঘাটাল বিবেকানন্দমোড় পৌঁছন। সেখানে বন্যার জলে নেমেও কিছু এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এসময় বানভাসিদের ত্রাণশিবিরে দুর্গতদের সঙ্গে কথা বলেন। এবং প্রশাসনের তরফ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত কিছু পরিবারের তরফ থেকে ক্ষতিপূরণের চেক এবং অন্য সাহায্য তুলে দেন।

মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সময় অভিযোগ করেন, জলাধারগুলি থেকে চুক্তি ভঙ্গ করে অতিরিক্ত জল ছাড়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই বন্যাকে পরিকল্পিত বলেও অভিযোগ করেন। সেই সঙ্গে তিনি জানান, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত না হলে ঘাটালকে বাঁচানো যাবে না। বিষয়টি নিয়ে সংসদে তৃণমূলের তরফে বার বার সরব হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় সরকার কোনও রকম উদ্যোগ নেয়নি। এ জন্য কলকাতায় ফিরে ফের এই বন্যা পরিস্থিতির রিপোর্ট-সহ প্রতিনিধি দল কেন্দ্রীয় সরকারের কাছে পাঠাবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ঘাটালে বন্যা পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ঘাটালের ভৌগোলিক অবস্থানের জন্য প্রতিবছর জলযন্ত্রণায় পড়তে হয় এই অঞ্চলের মানুষদের।… রাজ্য সরকার দুর্গতদের জন্য প্রশাসনিক সহায়তা সুনিশ্চিত করেছে। এই পরিস্থিতিতে তিনি সবাইকে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *