‘দুঃখ বিয়োগের পথই হল যোগ’, করোনাকালে ৭ম আন্তর্জাতিক যোগ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

Share with Friends

সংবাদ সংস্থা, নয়াদিল্লি: করোনা (Coronavirus) পরিস্থিতিতে ৭ম আন্তর্জাতিক যোগ দিবসে (International Yoga Day) বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তিনি বলেন, যোগাভ্যাসে সব সমস্যার সমাধান রয়েছে, দুঃখকে বিয়োগ করার পথই হল যোগ। তাঁর দাবি এই করোনা পরিস্থিতিতে বিভিন্ন হাসপাতালে যোগাসন করিয়ে ভাল ফল মিলছে।

সোমবার আন্তর্জাতিক যোগ দিবসে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদি। সেখানে তিনি বলেন, ‘করোনার মধ্যেও যোগ দিবস নিয়ে মানুষের উত্‍সাহের কোনও খামতি নেই। এবারের আন্তর্জাতিক যোগ দিবাসের থিম ‘সুস্থতার জন্য যোগাসন’। প্রধানমন্ত্রীর মতে, ‘করোনা আবহে আশার আলো বয়ে এনেছে যোগ। প্রার্থনা করি গোটা বিশ্ব সুস্থ হয়ে উঠুক।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘অদৃশ্য এই ভাইরাসের মোকাবিলায় প্রথমে কেউ প্রস্তুত ছিলেন না। কঠিন এই পরিস্থিতিতে যোগই সবার আত্মবিশ্বাস বাড়িয়েছে। রোগ নিরাময়ে সাহায্য করে যোগাভ্যাস। এমনকি যোগাভ্যাস আমাদের সংযমী হতে শিখিয়েছে।’

প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, এখন স্কুলে স্কুলে যোগাসন শেখানো হচ্ছে। হাসপাতালেও যোগাভ্যাস করানো হচ্ছে। ভাষণ দেওয়ার সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতিও উঠে। সেই সঙ্গে তিনি দাবি করেন, বিশ্বজুড়ে আরও বেশি করে যোগের প্রচার করা উচিত।

আন্তর্জাতিক যোগ দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সকালে রাষ্ট্রপতি ভবনের সামনে যোগাভ্যাস করেন তিনি। সপ্তম আন্তর্জাতিক যোগ দিবসে সামিল হলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুও।

আরও পড়ুন: ২১ জুন সোমবার কেমন যাবে আপনার দিন, দেখে নিন আজকের রাশিফল

রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ছাড়াও অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীরা আন্তর্জাতিক যোগ দিবসে অংশ নেন। সেই তালিকায় রয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, কেন্দ্রীয় আইন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ,পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান,  নিতিন গডকড়ি। হরিদ্বারের যোগগ্রামে যোগ চর্চা করেন রামদেবও। মালদহে যোগ চর্চা করেন সাংসদ তথা রজ্য বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিভিন্ন জায়গায় ভারতীয় সেনার জওয়ানরাও অংশ নেন আন্তর্জাতিক যোগ দিবসে।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *