Daspur Book fair 2022: বই কিনুন, বই পড়ুন বার্তায় উদ্বোধন দাসপুর বই মেলার

Share with Friends

শ্যামসুন্দর দোলই, দাসপুর: পশ্চিম মেদিনীপুরে দাসপুর বই মেলার (Daspur book fair 2022) উদ্বোধন করলেন জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন এবং ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া (Manas Bhunia)। শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে শুরু হয় এই বই মেলা। বই মেলার আয়োজন করে পশ্চিম মেদিনীপুর জেলা গ্রন্থাগার এবং সহযোগিতায় রয়েছে দাসপুর ১ পঞ্চায়েত সমিতি। এটি জেলার ২০তম বই মেলা।

মানস ভূঁইয়া তাঁর বক্তব্য আবেদন করেন চিঠি লিখুন, বই কিনুন, বই পড়ুন। “গ্রাম দেশ ও মানুষকে জানতে প্রিয়তমকে চিঠি লিখুন, বই কিনুন, বই পড়ুন।” এদিনের অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক রশ্মি কমল সমবেত বই ও সাহিত্য প্রেমীদের আগ্রহ দেখে বেশ উৎসাহ প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ৩০ থেকে ৩৫ হাজার বছর আগে স্পেনের আলতামিরায় গুহাচিত্রে উৎসবের নিদর্শনের ইতিহাস স্মরণ করে মেলার ঐতিহাসিক গুরুত্ব ব্যাখ্যা করেন।

এদিনের সভায় আরও ছিলেন জেলা গ্রন্থাগারিক সৈয়দ আহমেদ, বিধায়ক অজিত মাইতি, মমতা ভূঁইয়া, জেলা কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র, দুই বাংলার সেতু বন্ধনে সাহিত্যিক আরণ্যক বসু, প্রত্নতত্ত্ববিদ ইয়াসিন পাঠান, দাসপুর ২ পঞ্চায়েত সমিতির সহসভাপতি আশিস হুদাইত, দাসপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনিল ভৌমিক, সমাজসেবী সুকুমার পাত্র প্রমুখ।

এদিনের অনুষ্ঠানে প্রাবন্ধিক ইয়াসিন পাঠান, ডক্টর পুলক রায় এবং হরগোবিন্দ দলোইকে সম্বর্ধনা দেওয়া হয়। বেশ কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এই মেলা চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বরুণা সৎসঙ্গ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার বন্দ্যোপাধ্যায়।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *