সিপিএমের ছাত্র যুব সংগঠনের উদ্যোগে স্বাধীনতা দিবসে ফুটবল প্রতিযোগিতা

Share with Friends

নিজস্ব সংবাদদাতা, ঘাটাল: DYFI দাসপুর লোকাল কমিটির উদ্যোগে, SFI-DYFI  নাড়াজোল ইউনিট কমিটির পরিচালনায় ৪ দলের ফুটবল প্রতিযোগিতা দিয়ে পালতি হল ৭৫তম স্বাধীনতা দিবস (Independence Day)। পশ্চিম মেদিনীপুরে দাসপুরের হরিরাজপুর ফুটবলা মাঠে প্রথমে পতাকা উত্তোলন এবং তার পর ফুটবল প্রতিযোগিতার আয়োজন হয়।

প্রতিযোগিতায় বিজয়ী হয় দাসপুর ওয়ার্ম এফসি। ফাইনালে তারা দুবরাজপুর মারাংবুরু ক্লাবকে হারায়। ৪ দলের সব খেলোয়াড়কে ৭৫তম স্বাধীনতা দিবসের মেডেল এবং ফাইনালের ২ দলের হাতে সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয়।

প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রাক্তন বিধায়ক রামেশ্বর দোলই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাসপুরের গণ আন্দোলনের নেতা গুণধর বোস, অর্পণ সাহা, এলাকার বিশিষ্ট সমাজসেবী অশোক মাইতি, কৃষকনেতা শ্যাম জানা, শিক্ষক নেতা অশোক সামন্ত, বিকাশ প্রামানিক, যাদব পাত্র, অসিত ভূঞ্যা, বিদেশ পুইল্যা, যুবনেতা পথিক পোড়্যা, তুহিন সামন্ত, কৌশিক চক্রবর্তী,  ছাত্রনেতা পরিমল বেরা-সহ সংগঠনের ছাত্র যুব শিক্ষক আন্দোলনের অন্যান্য নেতৃত্ব। মাঠ ঘিরে গোটা প্রতিযোগিতা উপভোগ করতে উপস্থিত ছিলেন এলাকার কয়েকশো ফুটবলপ্রেমী মানুষজন।

বিজয়ী ট্রফিটি প্রয়াত অজিত মণ্ডলের স্মৃতির উদ্দেশ্যে তাঁর পুত্র দিলীপ মণ্ডল দান করেছেন। বিজীত ট্রফিটি প্রয়াত শিক্ষিকা ভক্তি মুখোপাধ্যায়ের স্মরণে তাঁর পুত্র শিক্ষক দেবজিত মুখোপাধ্যায় দান করেন। এ ছাড়া নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি বিশেষভাবে সহযোগিতা করেছে এই প্রতিযোগিতা আয়োজন করতে।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *