নিজস্ব সংবাদদাতা, দারপুর: পশ্চিম মেদিনীপুরে (Paschim Medinipur) ঘাটাল (ghatal) মহকুমার অন্যতম ব্যস্ত রাস্তা সুলতাননগর-গোপীগঞ্জ (sultannagar-Gopiganj road )রায়মনি রোড, মে মাসের মাঝামাঝি সময়ে প্রায় দিন সাতেক আংশিক বন্ধ থাকবে।
নতুন করে রাস্তা চওড়া এবং সংস্কারের কাজ হচ্ছে এই রাস্তায়টিতে। এই রাস্তায় সোনাখালি বাজারে একটি পুল তৈরি হবে। সেই কারণেই ওই জায়াগায় রাস্তা আংশিক বন্ধ থাকতে পারে। সে ক্ষেত্রে রাস্তার অর্ধেক অংশ দিয়ে যান চলাচলের ব্যবস্থা হবে। ওই পুলের দাবিতে আজ শনিবার পথ অবরোধ করেন স্থানীয়রা। তার পরই পুলিশ প্রশাসন এবং আন্দোলনকারীদের এই কথা জানিয়েছেন ঠিকাদার সংস্থার প্রতিনিধিরা।
দাসপুরের কল্মিজোড় থেকে চন্দ্রেশ্বর খাল পর্যন্ত যে সেচের খাল রয়েছে সেটি সোনাখালী বাজার এলাকায় রাস্তাকে আড়াআড়ি অতিক্রম করেছে। বর্তমানে সেখানে কংক্রিটের বড় চোং দিয়ে জল যাওয়ার ব্যবস্থা থাকলেও সেটি পাকা মজবুত পুল তৈরির দাবি জানিয়ে এসেছিলেন সোনাখালী এলাকার স্থানীয় বাসিন্দারা।
সুলতাননগর-গোপীগঞ্জ রাস্তা নতুন করে তৈরির করার সময় সেই দাবি নতুন করে তোলা হয়। পিডব্লুডি এবং ঠিকদার সংস্থার তরফে সেই দাবি মেনে কাজ করার কথাও বলা হয়। কিন্তু সম্প্রতি ওই এলাকায় রাস্তায় কাজ চলার সময় স্থানীয়রা দেখেন পুল তৈরি উদ্যোগ না নিয়েই রাস্তা করে দেওয়া হচ্ছে। যদিও পুলের ওই অংশটি বাদ রেখেই কাজ হচ্ছিল। তাও স্থানীয়রা পুলের বিষয়টি নিশ্চিত করার জন্য দাবি জানান। কিন্তু কোনও সদুত্তর না পেয়ে তাঁরা শনিবার স্থানীয় তৃণমূল নেতাদের নেতৃত্বে পথ অবরোধ করেন স্থানীয়রা।

সকাল ১০টা থেকে প্রায় ২ ঘণ্টা অবরোধ চলে। অবরোধের খবর পেয়ে দাসপুর থানার তরফে পুলিশে একটি দল ঘটনাস্থল সোনাখালী বাজারে পৌঁছন। স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা। সেখানে আন্দোলনকারীরা জানান উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে রাস্তা খোঁডার কাজ পিছিয়ে দেওয়া হয়েছে বলে আগে জানায় ঠিকাদর সংস্থা। কিন্তু সম্প্রতি ফের রাস্তার কাজ শুরু হলেও পুল তৈরির কোনও উদ্যোগ দেখা যায়নি। তাই তাঁরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন।
পুলিশ আধিকারিকরা আন্দোলনকারীদের প্রতিশ্রুতি দেন তাঁরা ঠিকাদার সংস্থার সঙ্গে কথা বললেন। এবং এই সমস্যার সমাধানের চেষ্টা করবেন। তবে আপাতত আবরোধ তুলে নিতে অনুরোধ করেন। সেই কথা মতো অবরোধ তুলে নেওয়া হয়। এবং দুপুর সাড়ে বারোটা নাগাদ যান চলাচল স্বাভাবিক হয়। পরে ঠিকাদার সংস্থার প্রতিনিধিরা সেখানে পৌঁছন। পুলিশ এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বকে সংস্থার তরফে জানানো হয় মে মাসের ১৫ তারিখ নাগাদ তাঁরা ওই পুল তৈরির কাজ করবেন। এবং চেষ্টা করবেন ৭ দিনের মধ্যে শেষ করার যাতে মানুষের অসুবিধা কম হয়।