নিজস্ব প্রতিবেদন, দাসপুর: পশ্চিম মেদিনীপুর এবং অন্যান্য এলাকায় বন্যা দুর্গত এবং পুজোর সময় দুঃস্থদের পাশে দাঁড়ানোর পর শীতেও মানুষকে ভরসা জোগাচ্ছেন দাসপুরের স্বেচ্ছাসেবী সংস্থা DEWS-এর সদস্যরা। শীতের হাত থেকে দুঃস্থদের বাঁচাতে নানা কর্মসূচি নিচ্ছেন তাঁরা।
শীত দুয়ারে কড়া নাড়ছে। অনেকেই নানা ভাবে এই শীত উপভোগ করার জন্য প্রস্তুত। অথচ এ রকম অনেক অসহায় শীতার্ত মানুষ রয়েছেন যাঁদের কাছে শীতকাল উপভোগের ঋতু নয়। শীতকালে তাঁরা ঠান্ডার সঙ্গে লড়াই করে কোনও রকমে বেঁচে থাকতে চান। তাই এবার DEWS-এর সদস্যরা শীতে গরম জামাকাপড় নিয়ে সেই সহ মানুষের পাশে দাঁড়াতে চাইছে।
স্বেচ্ছাসেবী সংস্থাটির বয়স এখনও ১ বছর হয়নি। অথচ বিভিন্ন এলাকার অসহায় মানুষ তাঁদের পাশে দাঁড়ানোর জন্য সংস্থার সদস্যদের কাছে আবেদন রেখেছেন বলে জানা গিয়েছে। তাঁদের সেই প্রত্যাশা পূরণে DEWS যথাসাধ্য চেষ্টা করছে বলে জানানো হয়েছে সংস্থার তরফে
সংস্থার তরফে সাধারণ মানুষের কাছেও আবেদন করা হয়েছে যাতে তাঁরাও এগিয়ে আসেন। DEWS-এর সদস্যদের এই কর্মযজ্ঞে সামিল হন। যে কেউ চাইলে DEWS-এর মাধ্যমে শীতার্ত মানুষদের পাশে দাঁড়াতে পারেন। অর্থ সাহায্য অথবা নতুন শীতের পোশাক স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে দিতে পারেন বলে জানানো হয়েছে DEWS-এর তরফে। DEWS-এর আবেদন, ‘আসুন সবাই মিলে চেষ্টা করি, এই শীতে যেন কেউ কষ্ট না পায়’।
