‘দিদির উপর ভরসা করলে কপালে তালিবানের গুলি আছে’, ফের বিতর্কিত মন্তব্য দিলীপের

Share with Friends

নিজস্ব প্রতিবেদন, খড়গপুর: আফগানিস্তানে (Afghanistan) আটকে পড়া বাঙালিদের উদ্ধার প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপি (BJP) রাজ্য সভাপতি দিলপীপ ঘোষ (Dilip Ghjosh)। খড়পুর স্টেশনে নতুন একটি ফুট ওভার ব্রিজ পরিদর্শনে যান তিনি। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিকে গিয়ে তিনি আফগানিস্তান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সম্পর্কে যা বললেন তাতে রাজনৈতিক বিতর্ক তৈরি হতে সময় নেয়নি। তবে পাল্টা উত্তর দিতে সময় নেয়নি তৃণমূলও।

আফগানিস্তানে আটকে পড়া বাঙালিদের প্রসঙ্গে প্রশ্ন করা হলে, দিলীপ ঘোষ বলেন, ‘আফগানিস্তানে বাঙালি নয় বলুন ভারতীয়রা আটকে রয়েছেন। আর তাঁরা যেন মোদির উপর ভরসা রাখেন। কারণ দিদির উপর ভরসা করলে মাথায় তালিবানের গুলি খেতে হবে। সবাইকে মোদিজি উদ্ধার করবেন’। এর পর তিনি আবার জুড়ে দেন ‘মোদি হ্যায় তো মুমকিন হ্যায়’।

দিলীপ ঘোষের দাবি, মোদি লিবিয়া থেকে ভারতীয়দের ফিরিয়ে এনেছিলেন। লকডাউনের সময় বিদেশ থেকে ৭০ লাখের বেশি মানুষকে বিমানে করে নিয়ে এসেছেন। কারও কোও ক্ষতি হয়নি। তাই মোদির উপর ভরসা করুন। এর পরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য করেন।

নাম না করে দিলীর ঘোষের মন্তব্য প্রসঙ্গে তৃণমূল নেতা তাপস রায় বলেন, “উনি প্রলাপ বকছেন, এর কী উত্তর দেব?”

মাঝ আকাশে বিমান থেকে পড়ে যাচ্ছেন ২ ব্যক্তি, কাবুলের ভয়ংকর সব ভিডিও ভাইরাল

প্রায় ২ দশক পর ফের আফগানিস্তান তালিবানদের দখলে চলে গিয়েছে। দেশ ছেড়ে সৌদি আরবে গিয়ে আশ্রয় নিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট। আসলে আমেরিকা আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করলেই ফের পূর্ণ  মাত্রায় সক্রিয় হয়ে ওঠে তালিবানরা। আফগান সেনা ন্যূনতম প্রতিরোধটাও গড়ে তুলতে পারেনি বা গড় তোলেনি। এখন আফগানিস্তানে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে তালিবান। সেই সঙ্গে তারা বৈদেশিক সম্পর্কও ঠিক রাখার চেষ্টা চালাচ্ছে।

তবে সেখানে ইতিমধ্যেই নানা ভয়ঙ্কর ছবি দেখা গিয়েছে নানা সংবাদমাধ্যমে ও সোশ্যাল মিডিয়ায়। কাবুল দখল হওয়ার আগেই আফগানিস্তান ছেড়ে পালানোর হিড়িক পড়ে যায় সেখানে বসবাস করারি আফগান এবং অন্য দেশের মানুষের মধ্যে।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *