জেলা স্বাস্থ্য দফতরে বহু পদে নিয়োগ, অষ্টম পাশ হলেও করা যাবে আবেদন

Share with Friends

রাজ্যে চাইল্ড হোমে বেশ কয়েকটি পদে গ্রুপ-সি এবং ডি-র কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ হবে ক্লার্ক,  ম্যানেজার,  নাইট গার্ড,  নার্স,  আয়া-সহ বেশ কয়েকটি পদে। এই পদগুলিতে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। রাজ্য সরকারের কোচবিহার জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস এই নিয়োগ করবে। এই পদগুলির জন্য রাজ্যের যে কোনও জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি নম্বর SW/301/I-296

পদ- ম্যানেজার/কো-অর্ডিনেটর।

পদের সংখ্যা-১।

বয়স- ২৩ থেকে ৪০ বছর।

শিক্ষাগত যোগ্যতা- যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সাইকোলজিতে স্নাতকোত্তর অথবা কম্পিউটার অপারেশন ডিপ্লোমা সঙ্গে সোশ্যাল ওয়ার্ক ডিগ্রি। চাইল্ড ওয়েলফেয়ার এবং কাউন্সেলিংয়ে অন্ততপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই পদে চাকরির জন্য।

বেতন- মাসিক ১৯,৫০০ টাকা

আরও পড়ুন – কলকাতা পুলিশে প্রায় ২ হাজার নিয়োগ, দেখে নিন কারা যোগ্য এই পদে

পদ- নার্স

শূন্যপদ- ১ টি ।

বয়স- ২৩ থেকে ৪০ বছর।

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক অথবা সমতুল্য। এবং জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট কোর্স অথবা হোম হেল্প এডস কোর্স করা থাকলেও আবেদন করতে পারবেন। নার্সিংয়ে ডিপ্লোমা অথবা জিএনএম নার্সিং কোর্স করা থাকলেও আবেদন করা যাবে। সমগোত্রীয় কোনও জায়গায় ২ বছরের কাজে অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন- মাসিক ১২ হাজার টাকা।

পদ- আয়া

শূন্যপদ- ৩টি (সাধারণ-১, এসসি-১ ওবিসি (এ)-১)

বয়স- ২১ থেকে ৫০ বছর।

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক অথবা সমতুল্য। তবে অষ্টম পাস করে থাকলেও প্রার্থীরা আবেদন করতে পারবেন। সমগোত্রীয় কোনও জায়গায় কাজ করার অভিজ্ঞতা প্রয়োজন।

বেতন- মাসিক ১২ হাজার টাকা।

পদ- চাইল্ড ওয়েলফেয়ার অফিসার

শূন্যপদ- ১টি।

শিক্ষাগত যোগ্যতা – সাইকোলজি, সোশ্যাল ওযার্ক, সোশ্যাল সায়েন্সে স্নাতক। কম্পিউটার অপারেশনে কাজ করার দক্ষতা এবং চাইল্ড ওয়েলফেয়ার/চাইল্ড ডেভেলপমেন্ট চাইল্ড কাউন্সিলিংয়ে এবং চাইল্ড সাইকোলজি নিয়ে ৩ বছর কাজের অভিজ্ঞতা।

বেতন- মাসিক ১৯,৫০০ টাকা

পদের নাম – স্টোর কিপার কাম অ্যাকাউন্ট্যান্ট

এই পদের ক্ষেত্রে পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন।

শূন্যপদ- ১টি

শিক্ষাগত যোগ্যতা- কমার্স/ অ্যাকাউন্টেন্সিতে স্নাতক। কম্পিউটার অপারেশনে ৩ বছরের কাজ করার অভিজ্ঞতা।

বেতন- মাসিক ১৫,৪০০ টাকা

আরও পড়ুন – কলকাতা পুলিশে প্রায় ২ হাজার নিয়োগ, দেখে নিন কারা যোগ্য এই পদে

পদ- প্যারা মেডিকেল স্টাফ নার্স

শূন্যপদ- ১টি

শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাস এবং নার্সিং ফার্মাসিতে ডিপ্লোমা

সমগোত্রীয় কোনও জায়গায় অন্তত পক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা

বেতন- মাসিক ১২ হাজার টাকা

পদ- হাউস মাদার

শূন্যপদ- ১ টি

শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাস অথবা সমতুল্য কোনও পরীক্ষা

চাইল্ড কেয়ার প্রোগ্রাম বা ইনস্টিটিউশনে চাইন্ড কেয়ার নিয়ে অন্তত পক্ষে ৩ বছরের কাজ করার অভিজ্ঞতা

বেতন- মাসিক ১২,১০০ টাকা

বয়স- উপরের প্রতিটি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

পদ- বেঞ্চ ক্লার্ক

শূন্যপদ- ১টি

শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক

বেতন- মাসিক ১৪,৭৭০ টাকা

পদ- লোয়ার ডিভিশন ক্লার্ক

শূন্যপদ- ১টি

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক

বেতন- মাসিক ১১,৮৮০ টাকা

পদ- কাউন্সিলর

শূন্যপদ- ১টি

শিক্ষাগত যোগ্যতা- সাইকোলজিতে স্নাতক

বেতন- মাসিক ১০ হাজার টাকা

পদ- আর্দালি

 শূন্যপদ- ২টি (সাধারণ-১, এসসি-১)

শিক্ষাগত যোগ্যতা- অষ্টম পাস

বেতন- মাসিক ৭ হাজার টাকা

পদ- নাইট গার্ড

শূন্যপদ- ১টি

শিক্ষাগত যোগ্যতা- অষ্টম পাস

বেতন- মাসিক ৭ হাজার টাকা

বয়স- উপরের পদগুলির ক্ষেত্রে বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে

  • আবেদনের পদ্ধতি- প্রার্থীকে অবশ্যই নির্দিষ্ট ফরম্যাটে আবেদন করতে হবে।
  • প্রার্থীরদের শিক্ষাগত যোগ্যতার সংসাপত্র ও মার্কশিট অভিজ্ঞতার সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে কপি [email protected] ঠিকানায় ইমেল করতে হবে।
  • ডকুমেন্ট ভেরিফিকেশন এর পর যারা যোগ্য থাকবেন তাদের নির্দিষ্ট ইমেইল এ Admit কার্ড পাঠানো হবে।
  • লিখিত পরীক্ষা কম্পিউটারের পরীক্ষা,  ইন্টারভিউে তারিখ ও সময় সেই Admit কার্ড এ থাকবে, এবং এস এম এস এ জানানো হবে।
  • যেকোনো ধরণের জিজ্ঞাসাবাদ থাকলে যোগাযোগ করুন ০৩৫৮২ – ২২৫৪০১ নম্বরে

আবেদনের শেষ তারিখ- ২৫ জুন ২০২১, বিকেল ৫টা পর্যন্ত।

অফিসিয়াল নোটিফিকেশন অফিসিয়াল ওয়েবসাইট
Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *