করোনা আবহেই পুজোর ঢাকে কাঠি সন্তোষ মিত্র স্কয়ারের, প্রকাশ পেল মণ্ডপ ভাবনাও

Share with Friends

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: সারা দেশ জুড়ে পালিত হচ্ছে জন্মাষ্টমী (Janmastami)। সেই সঙ্গে আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে দুর্গা পুজোর (Durga puja 2021)খুঁটি পুজো চলছে। জন্মাষ্টমীতেই দুর্গাপুজোর দামামা বেজে উঠলো সন্তোষ মিত্র স্কয়ারেও (Santosh Mitra Sqare)। প্রকাশ করা হল এবারের পুজোর থিমও। খুঁটি পুজোতে ক্লাব সভাপতি প্রদীপ ঘোষ, ক্লাব কর্তা সজল ঘোষ ছাড়াও ছিলেন বেশ কয়েক জন মহিলা। আসলে খুঁটি পুজো থেকেই মাতৃশক্তিকে তুলে ধরার ভাবনা ছিল সন্তোষ মিত্র স্কোয়ারের।

করোনা আবহকে মাথায় রেখেই ঢাকের তালে তালে সম্পূর্ণ হল সন্তোষ মিত্র স্কয়ারের খুঁটি পুজো অনুষ্ঠান‌। দুঃশ্চিন্তাকে মনে চেপে করোনা বিধি মেনেই প্রচুর উৎসাহ ও উদ্দীপনায় কিছুটা আড়ম্বড়ের সঙ্গেই পালিত হল এই অনুষ্ঠান। এর আগের বছর ক্লাবের বার্তা ছিল, ‘হেঁটে নয় ঠাকুর দেখুন নেটে’। কিন্তু এবছর হেঁটের পরিবর্তে নেটেই ঠাকুর দেখতে হবে কিনা এই চিন্তায় মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে ক্লাব কর্তাদের। কারণ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এবং বিভিন্ন সূত্রের ইঙ্গিত সেপ্টেম্বরের মাঝামাঝি করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

২০২১-এ সন্তোষ মিত্র স্কয়ারের পুজো ৮৬তে পা দিল। সোমবার লাল কাপড় এবং ফুলের মালা দিয়ে সাজানো দীর্ঘ খুঁটি পুজোর মধ্য দিয়েই সন্তোষ মিত্র স্কোয়ারে সূচনা হল এবারের দুর্গোৎসবের। এবার জোর কদমে চলবে পুজোর মণ্ডপ তৈরি করার কাজও।

কলকাতার প্রথম সারির পুজোমণ্ডপগুলির মধ্যে সন্তোষ মিত্র স্কোয়ার একটি। এই ক্লাবের পুজো দর্শক টানার নিরিখে প্রতি বছরই প্রথমের দিকে থাকে। ক্লাব সভাবতি প্রদীপ ঘোষ সোমবার দাবি করলেন, সেই ধারা ধরে রাখবেন এই বছরও। তবে তিনি এও জানিয়েছেন, করোনার জন্য অর্থনৈতিক অবস্থা খারাপের কারণে অন্য বারের তুলনায় এবারের পুজোর বাজেট হয়তো কিছুটা কমবে।

সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের মণ্ডপ সেজে উঠছে রাজস্থানে জয়পুরের লক্ষ্মীনারায়ণ মন্দিরের আদলে। যাকে বিড়লা মন্দির নামেও চেনেন অনেকে। মন্ডপ তৈরি করছে, মা মঙ্গলা ডেকোরেটর। প্রতিমা শিল্পী মিন্টু পাল। এবং আলোক সজ্জার দায়িত্ব থাকছে দেবাশিস ইলেক্ট্রিকের উপর।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *