কমলকৃষ্ণ বেরা ও শ্যামসুন্দর দোলই, ঘাটাল: ঘাটাল নিউজের (Ghatal news) তরফে শাসদ সম্মান ২০২১ (Durga puja 2021) তুলে দেওয়া হল পুরস্কার বিজেতাদের হাতে। রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক উপস্থাপনার মধ্যে দিয়ে এই পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঘাটালের সিবিএস মলের হলে এই রঙিন আলোয় শোভিত শারদ সম্মান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সম্মান প্রদান করেছে স্বর্গীয় উৎপল দাস ও নিভারানী দাসের স্মৃতিতে রসিকগঞ্জ নিউ পদ্মা পারফিউমারের ডাইরেক্টর রাজকুমার দাসের সৌজন্যে ঘাটাল নিউজ দফতর। অনুষ্ঠানে অতিথিবৃন্দ-সহ সুমনা, সৃজা, কৌস্তভ, তাপস দালাল প্রমুখদের কথায় কবিতায় নাচে গানে ও হরবোলা কণ্ঠে সভাকক্ষে এক মনোরম বাতাবরণ গড়ে ওঠে।
বিচারক মণ্ডলীর মূল্যায়নে ঘাটাল মহকুমার সেরা পুজোগুলির নাম ঘোষণা হয়। কোভিড পরিস্থিতির জয়ে ‘আবার পৃথিবী শান্ত হবে’ থিমে এই শারদ সম্মান দাসপুর থানার সোনাখালি স্কুল পাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির হাতে অর্পণ করেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস।
দ্বিতীয় শারদ সম্মান পায়, টেরাকোটা মণ্ডপ সজ্জায় সাদা-কালো প্রতিমার এক স্বাতন্ত্র্য থিমে ঘাটাল পঞ্চপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এই উপহারটি তুলে দেন রসিকগঞ্জ নিউ পদ্মা পারফিউমের ডাইরেক্টর রাজকুমার দাস। তৃতীয় শারদ সম্মান পেয়েছে কোভিড হসপিটাল থিমে চন্দ্রকোনা থানার ধরমপুর সবুজ সংঘ সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এই উপহারটি তাদের পুজো কমিটির প্রতিনিধিদের হাতে তুলে দেন ঘাটাল মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিকদের দেবাশিস পোড়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর এক বিশিষ্ট অতিথি ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক।

এই ৩টি পুরস্কার ছাড়াও সৃজনশীলতায় ঘাটাল ১৭-র পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি, পরিবেশ বান্ধব পুজোয় লাওদা সার্বজনীন দুর্গোৎসব কমিটি, বন্যাবিদ্ধস্ত হয়েও উদ্যমী মানসিকতায় ঘাটাল ৭-এর পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি, সামাজিক দায়বদ্ধতায় ঘাটাল বিবেকানন্দ মোড় সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবং নারী শক্তির নব উদ্যমে দাসপুর থানার রাধাকান্ত পুর সার্বজনীন মহিলা দুর্গোৎসব কমিটি ও রামনগর মিতালী সংঘ সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এদের হাতে ট্রফি তুলে দিয়েছেন আইনজীবী দেবপ্রসাদ পাঠক, শিক্ষারত্ন গৌরীশঙ্কর ভাগ, তাপস কুমার পোড়েল, তারানাথ কাপাস, তারাশঙ্কর দাসবৈরাগী ও ডাক্তার শিশির দাস প্রমুখ অতিথিবৃন্দ।

ঘাটাল নিউজ ওয়েব পোর্টালের ডাইরেক্টর কুমারেশ রায় ও সহযোগী ডাইরেক্টর সৌরভ পাল সমস্ত সাবংবাদিক, প্রসাশন ও মহকুমাবাসীদের সহযোগিতায় নির্ভীক সত্য খবর পরিবেশনে আরও তৎপর হয়ার আশা পোষণ করেন।