ঘাটালের বন্যায় দুর্গতিতে প্রতিমা শিল্প, তাও পেটের টানে চলছে দুর্গতিনাশিনীর আবাহনের প্রস্তুতি

Share with Friends

শ্যামসুন্দর দোলই, ঘাটাল: একে করোনার অতিমারীর কোপ তার উপর অতিবৃষ্টি বন্যার দাপট। দুয়ে মিলে প্রতিমা শিল্পীদের অবস্থা দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো। তাই সব কিছু উপেক্ষা করেই চলছে প্রতিমা তৈরির কাজ। রাজ্যের অন্য জায়গার তুলনায় ঘাটালের অবস্থা সব থেকে খারাপ।

বাঙালির সবচেয়ে বড় উৎসবে আর মাত্র কয়েকটা দিন বাকি। অতিমারীর প্রকোপও সেই উৎসাহ উদ্দিপনাকে বানচাল করতে কার্যত ব্যর্থ। শুধু করোনাই নয় ব্যর্থ হবে বন্যাও, এই আশায় সারা বাংলার সঙ্গে পশ্চিম মেদিনীপুরে ঘাটালের কোন্নগরেও চলছে প্রতিমা নির্মাণ।

ঘাটালের থানেশ্বর মন্দিরের নিকটবর্তী দুর্গাপূজা মণ্ডপের প্রতিমা শিল্পীরা পরম যত্নে দুর্গতিনাশিনী মা দুর্গার প্রতিমার রূপদানে ব্যস্ত। অথচ ঐ বানেশ্বর মন্দিরের নিকটবর্তী দুর্গাপূজা মণ্ডপ বাঁধতে এসে মণ্ডপ শিল্পীরা বন্যার জন্য ফিরে গিয়েছেন। ২ অক্টোবর পর্যন্তও ঐ মণ্ডপ বন্যাজলে ডুবে রয়েছে।

এদিকে মহালয়াও দোরগোড়ায়। তাই বন্যা পরিস্থিতিতে এই মহাপুজোর আয়োজন সম্পূর্ণ করা যাবে কিনা সেই সংশয় সত্ত্বেও মৃৎশিল্পীরা রুটি রুজির প্রয়োজনে আশা নিয়ে প্রতিমা তৈরি করে চলেছেন। এখন দেখা যাক মাদুর্গা ভক্তদের দুর্গতি নাশ করে আনন্দে মাতোয়ারা হওয়ার আশা পূরণ হয় কিনা।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *