৩ দিনের মাথায় নিউ ব্যারাকপুরের গেঞ্জি কারখানা থেকে উদ্ধার ৪ কর্মীর দগ্ধ দেহ

Share with Friends

৩ দিনের মাথায় নিউ ব্যারাকপুরের গেঞ্জি কারখানা থেকে উদ্ধার ৪ কর্মীর দগ্ধ দেহ

নিজস্ব সংবাদদাতা: নিউ ব্যারাকপুরে (Barrackpore) বিলকান্দায় তালবান্দার গেঞ্জির গুদামে অগ্নিকাণ্ডের উদ্ধার হল নিখোঁজ ৪ কর্মীর দেহ। শনিবার বিল্ডিংয়ের তিন তলার সিঁড়ি থেকে উদ্ধার হয়েছে স্বরূপ ঘোষ, সুব্রত ঘোষ, তন্ময় ঘোষ এবং অমিত সেন নামে ওই চার কর্মীর মৃতদেহ। মৃতদের পরিবারের লোকেদের নিয়ে গিয়ে দেহ শনাক্ত করানো হয়। আগুন লাগার পর তিন তলার ছাদ দিয়ে বেরনোর চেষ্টা করছিলেন ওই চার জন। কিন্তু ছাদের দরজা তালাবন্ধ থাকায় তাঁরা বেরতে পারেননি। সিঁড়িতেই ধোঁয়ায় আগুনে তাঁদের মৃত্যু হয়।

আগুন নেভার পর পর গোটা জায়গা ঘুরে দেখেন দমকল এবং পুলিশ আধিকারিকরা। সেখান থেকে তাঁদের প্রাথমিক অনুমান, বুধবার মাঝরাতে এক তলায় কোনও ভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। পরে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বড় আকার নিয়ে নেয়। ওই চার কর্মী যখন বুজতে পারেন আগুন লেগেছে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। তাঁরা এক তলার দরজা দিয়ে বেরতে না পেরে সিঁড়ির পথে ছাদ দিয়ে বেরতে চাইছিলেন। কিন্তু তাঁদের কাছে সেই সময় চাবি না থাকায় তাঁরা বেরতে পারেননি।

ব্যারাকপুরের প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘটনায় ফরেন্সিক পরীক্ষা হবে। বুধবার মাঝ রাতে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে শনিবার। আগুন নেভার পরেও দীর্ঘক্ষণ উদ্ধারকারি দল সেখানে ঢুকতে পারেনি। ড্রোন দিয়েও তল্লাশি শুরু হয়। পরে সিঁড়ি থেকে ৪ কর্মীর দেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। দেহ ময়নাতদন্তের (Postmortem) পাঠানো হয়েছে। মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। রবিবার ব্যারাকপুরে ২ নম্বর ব্লকের বিডিও ২ লাখ টাকা করে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয় মৃতদের পরিবারের সদস্যদের হাতে। চেক তুলে দেন সাংসদ সৌগত রায়।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *