মিথুন রাশির আজ ১৭ এপ্রিলের রাশিফল

Share with Friends

মিথুন রাশি (Gemini Ajker rashifal): সমাজ পরিবার গলি মহল্লা বা সোশ্যাল মিডিয়া আপনিই আজ ছেয়ে থাকবেন। তাই কিছু পোস্ট করার আগে কিন্তু ভেবে চিন্তে পোর্ট করবেন। কিছু বলার আগেও ভেবে নেবেন।

চাকরি: কাজের জায়গায় সহকর্মীদের সঙ্গে আপনার ব্যবহার খুব ভাল থাকবে। আপনি যদি সিনিয়র হন তবে আপনার কর্মপদ্ধতি আরও ভাল করার চেষ্টা করুন। আরও মানুষকে নিজের সঙ্গে নিয়ে চলুন।

ব্যবসা: ইলেক্ট্রিক ইলেক্ট্রনিক্স কম্পিউটার সফ্টওয়ার অ্যাপ বা ওয়েব ডেভলপার সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করেন যারা অথবা ফ্রিল্যান্সিং বা সার্ভিস প্রোভাইডারের কাজ করেন নতুন ভাবে কোনও কাজ আসবে। নতুন কিছু চ্যালেঞ্জ আজ সামনে আসবে তাকে স্বীকার করে মোকাবিলা করুন।

শিক্ষা: খেলোয়াড়রা আজ নিজেদের পাফরেমন্স ট্র্যাকে নিয়ে আসতে পারবেন। আপনি যে প্রচেষ্টা করবেন আজ তা নিশ্চিত ভাবে সাফল্যের দিকে নিয়ে যাবে আপনাকে।

পরিবার: পরিবার সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি একদমই দোনামোনা করবেন না। ঘরের অন্য সদস্যদের সঙ্গে নিশ্চিত ভাবে পরামর্শ করে চলুন।

স্বাস্থ্য: স্বাস্থ্য এবং যাত্রার ক্ষেত্রে আজ আপনাকে কিছু সমস্যার মধ্যে পড়তে হবে। তাই আগের থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। আজ আপনার জন্য শুভ রং নেভি ব্লু এবং শুভ সংখ্যা ৪।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *