নিজস্ব প্রতিনিধি, ঘাটাল: ঘাটালে আজ শুক্রবার সকালে ভয়াবহ বাস দুর্ঘটনায় বেশ কয়েক জন আহত হলেন। তারকেশ্বর-তমলুক একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথ চলতি প্রায় ৬ জনকে ধাক্কা মারে। প্রত্যক্ষ দর্শীদের মতে সম্প্রীতি নামের বাসটি তারকেশ্বর থেকে তমলুকের দিকে যাচ্ছিল। সেই সময় ঘাটালের কাছে বড়দা রথিপুরে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।
আহতদের উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে ভরতি করানো হয়। আহতদের মধ্যে অন্তত ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এই এলাকায় প্রায়ই দুর্ঘটনা হয় বলে দাবি স্থানীয়দের। তাঁদের দাবি অবিলম্বে সেখানে রাস্তায় বাম্পার তৈরি করতে হবে। এই বাদিতে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করেন গ্রামবাসীরা।
গ্রামবাসীদের এই বাম্পারের দাবিতে এলাকায় উত্তেজনা তৈরি হয়। অবরোধকারীদের বক্তব্য ছিল, যতক্ষণ না বাম্পার তৈরির সিদ্ধান্ত হচ্ছে, ততক্ষণ তাঁরা পথ অবরোধ চালিয়ে যাবেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘাটাল থানার ওসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়দের কথায় ইলেকট্রিক পোলকে বাসটি ধাক্কা মারে। ঘটনাস্থলেই সংজ্ঞাহীন হয়ে পড়ে একজন। এক শিশুর চোখে মুখে গাড়ির ভাঙ্গা কাচ প্রবেশ করে।




