ঘাটাল মহকুমা সাহিত্য আকাদেমির শারদ সংকলন প্রকাশ

Share with Friends

কমল কৃষ্ণ বেরা ও শ্যামসুন্দর দোলই, ঘাটাল: আজ বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের Paschim Medinipur) ঘাটাল (Ghatal) মহকুমা সাহিত্য একাডেমির ঐতিহাসিক শারদ সংকলন ‘ঘাটাল আকাদেমি’র আনুষ্ঠানিক প্রকাশ হল। আজ দুপুর ২টা নাগাদ অনুষ্ঠানটির আয়োজন হয় ঘাটালে বসন্ত কুমারী বালিকা বিদ্যালয়ের সভাগৃহে।

পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ করেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক দেবাশিস পোড়ে, জাতীয় শিক্ষক মঙ্গল প্রসাদ মাইতি-সহ অনেক গুণীজন এবং সাহিত্য প্রেমী মানুষ।

এ ছাড়াও রাজা রামমোহন রায়ের আড়াইশোতম জন্ম বার্ষিকী উপলক্ষে গবেষণা ধর্মী প্রবন্ধ গ্রন্থ ‘যুগ পুরুষ রামমোহন’ গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ করা হয়। এটি রাজ্যের শিল্প উন্নয়ন নিগমের অবসরপ্রাপ্ত সহকারী সচিব জয়দেব ঘড়ার হাত দিয়ে প্রকার করা হয়েছে। অনুষ্ঠানে পুলক রায় রচিত ‘টুলটুলি আর তার ফুলবনে বন্ধুরা’ কাব্যগ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ করেন দেবাশিস পোড়ে।

সাহিত্য সমাজের দর্পণ। এরূপ দর্পণের আনুষ্ঠানিক প্রকাশ করলেন সুমন বিশ্বাস। তিনি সমাজ জীবনে সাহিত্যের গুরুত্ব ও বাংলা সাহিত্য নিয়ে গর্ববোধ করেছেন। ঘাটাল মহকুমা সাহিত্য একাডেমিরর আহ্বায়ক তথা সম্পাদক ডক্টর পুলক রায় স্বাগত বক্তব্যে উপস্থিত সবাইকে হার্দিক অভিনন্দন জানান। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় ৯৭৬ পৃষ্ঠার শারদ সঙ্কলনটি প্রকাশ করতে পারায় কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন পুলক রায়। এই শারদ সংকলন রাজ্য স্তরেও ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করবে বলেই তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুন: ওরা পারে, আমরা না: পলাশ মুখোপাধ্যায়ের কলম

অধ্যাপক প্রণব হড়ের পৌরোহিত্যে এই অনুষ্ঠানে অংশ নেন কবি-সাহিত্যিক রাখহরি পাল, শিক্ষারত্নে‌ সম্মানিত কবি-সাহিত্যিক মঙ্গল প্রসাদ মাইতি ও ডক্টর মানবেন্দ্র চৌধুরী-সহ নবীন চন্দ্র বেরা প্রমুখ। অতিথিবৃন্দ একবাক্যে সমাজের বিকাশে সাহিত্যের অবদান ও দিগদর্শিতা স্বীকার করেছেন। এ জন্য তাঁরা আরও বেশি সংখ্যক মানুষকে সাহিত্যানুরাগী করানোর আহ্বান জানিয়েছেন।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সুরতপুর ঋষি অরবিন্দ শতবার্ষিকী বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক তারাশঙ্কর দাসবৈরাগী।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *