নিয়োগ প্রক্রিয়া শুরু স্বাস্থ্য সাথী প্রকল্পে, দেখে নিন অনলাইনে আবেদনের শেষ তারিখ

Share with Friends

  • অনলাইনে আবেদনের শেষ তারিখ ১৫ জুন ২০২১ বিকেল পাঁচটা। ১ জুন থেকে অবেদন নেওয়া শুরু হবে।
  • বয়সের উর্ধ্বসীমা: ১ জানুয়ারি ২০২১-এ আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০-এর মধ্যে হতে হবে।
  • বেতন: মাসিক ২৮ হাজার ৬৬২ টাকা

নিজস্ব প্রতিবেদন: ভোট প্রচারেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বাস্থ্য সাথী প্রকল্প চলবে। এবার সেই প্রকল্পে কাজের জন্য কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেল। হুগলি জেলার জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ১৫ জুন ২০২১ বিকেল পাঁচটা। ১ জুন থেকে অবেদন নেওয়া শুরু হবে।

এক নজরে দেখে নিন কারা অবেদন করতে পারবেন কী ভাবে আবেদন করবেন-

পদ: ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর-IT

বয়সের উর্ধ্বসীমা: ১ জানুয়ারি ২০২১-এ আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০-এর মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/PGDCA/MCA/MSc (IT) বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বিজেনেস ম্যানেজমেন্টে অথবা অ্যাডমিনিস্ট্রেশনে ডিপ্লোমা বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসাবে ধরা হবে।

বেতন: মাসিক ২৮ হাজার ৬৬২ টাকা

ভারতের যে কোনও নাগরিক এই পদের জন্য আবেদন করতে পারেন। আবেদন করার জন্য www.hoogly.nic.in সাইটে গিয়ে আবেদন করতে হবে। কেবল মাত্র অনলাইনেই এই আবেদন নেওয়া হবে। আবেদন করার পর ১৬ জুনের মধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে।

যোগ্য প্রার্থীদের প্রথমে ৭০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। ২৫ নম্বর কম্পিউটার টেস্ট এবং ৫ নম্বর মৌখিক। মোট ১০০ নম্বরের পরীক্ষা। লিখিত পরীক্ষার ক্ষেত্রে সব প্রশ্ন এমসিকিউ হিসাবে থাকবে।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *