নিজস্ব সংবাদদাতা, ঘাটাল: কেন্দ্রীয় সরকারের নির্মল পৌরসভা পুরস্কার পাচ্ছে ঘাটালের খড়ার পৌরসভা। বুধবার একথা জানালেন পৌরসভা প্রশাসক অরূপ রায়। পৌরসভা এলাকার একশ শতাংশ পরিবারে শৌচাগার নির্মাণ করে এই পুরস্কার পাচ্ছে বলে তিনি জানান।
মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের গ্রাম উন্নয়ন মন্ত্রকের একটি চিঠি এসে পৌঁছেছে খড়ার পৌরসভা অফিসে। সেই চিঠি বয়ে আনে এই সুখবর। তার পরই প্রশাসক জানান, গত ২৫ মার্চ কেন্দ্রীয় সরকারের একটি প্রতিনিধি দল পুরোসভার গোটা এলাকা পরিদর্শন করে। তার পর সেই দল রিপোর্ট পাঠায়।
কেন্দ্রীয় প্রতিনিধি দলের সেই রিপোর্টের ভিত্তিতে পুরসভা এই পুরস্কার পাচ্ছে। মঙ্গলবার ইমেলের মাধ্যমেও সেই খবর এসে পৌঁছয়। অরূপ রায় বলেন, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল ঘুরে ঘুরে প্রতিটি ওয়ার্ড পরিদর্শন করেছে। এবং তাদের রিপোর্ট অনুসারে আমাদের পুরস্কার দেওয়া হচ্ছে।
অরূপ রায় আরও বলেন, “পুরোনো বোর্ডের চেয়ারম্যন যদিও তিনি আজ আমাদের মধ্যে নেই, তাঁর উদ্যোগ ও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রয়াসই আমাদের এই পুরস্কার পেতে সাহায্য করেছে।”





