শ্যামসুন্দর দোলই, দাসপুর: পিতৃপক্ষের অবসানে শুরু হয়েছে দেবীপক্ষ। এরই মহাষষ্ঠীতে দুর্গোৎসবের উদ্বোধন হল নাড়াজোলের লংকাগড়ে। উদ্বোধন করেছেন মেদিনীপুর শ্রীরামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী মায়াবিশানন্দজী মহারাজ।
স্বামী মায়াবিশানন্দজী মহারাজ শক্তির বহুরূপী তত্ত্ব ব্যাখ্যা করে শুভ ও অশুভ শক্তির দ্বন্দ্বে শুভ শক্তির জয় লাভে দেবতাদের মতোই আদ্যাশক্তি মহামায়ার সহযোগিতায় প্রার্থনা করেন। তিনি বলেন, “মায়ের শুভ ইচ্ছেতেই আমাদের কল্যাণ সুখ শান্তি ও সম্মৃদ্ধি সম্ভব। মায়ের আশীর্বাদেই বিশ্বজুড়ে করোনার নীরব সন্ত্রাস ও বন্যাসুরের দুর্গতির সিংহভাগই দূর হয়েছে। তাঁর সন্তান হিসেবে আমরা এই আদ্যাশক্তির সহযোগী হলেই আমাদের জয় অবসম্ভাবী”।
দাসপুর থানার তথা পশ্চিম মেদিনীপুর জেলার ঐতিহাসিক এই জনপদে দুর্গোৎসব ৫৩তম বছরে পা দিল। এই পুজোর সূচনা করেছিলেন প্রয়াত ও প্রাক্তন বিধায়ক ডক্টর রজনীকান্ত দোলই। তাঁরই স্মৃতিচারণ করে ডাক্তার গোলোক মাইতি করোনাসুরকে পরাস্ত করতে কোভিড স্বাস্থ্য বিধি মেনে দুর্গোৎসবের আনন্দ উপভোগের পরামর্শ দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এলাকাবাসীর সঙ্গে উপস্থিত ছিলেন সাহিত্যিক নির্মাল্য মুখোপাধ্যায়, দসপুর-১ নম্বর ব্লকের মিড ডে মিল দপ্তরি সহায়ক অশোক মাইতি, পূজা কমিটির সভাপতি দুর্গাপদ মাইতি ও সহযোগী কর্মীবৃন্দ সহসম্পাদক সত্যব্রত দোলই। এদিন এই অনুষ্ঠানে দুঃস্থ পরিবারকে নতুন শাড়ি ও কম্বল দান করা হয়।





