সিংহ ও কন্যা রাশির জাতক জাতিকারা কেমন স্বভাবের হয়

Share with Friends

সিংহ ও কন্যা রাশির জাতক জাতিকারা কেমন স্বভাবের হয়

সিংহ – এঁরা কম কথা বলেন তবে যা বলেন সঠিক বলেন। তবে মাঝে মাঝে এঁরা কথা বলতে দেরি করে ফেলেন। সিদ্ধান্ত নিতে এঁদের দেরি হয়। অহংকার কম করেন এঁরা। সিংহ রাশির জাতক জাতিকারা কিছু বলার আগে দুই বার ভেবে তারপর বলেন।

মন থেকে এঁরা কখনো কারোর ক্ষতি চান না। তবে কেউ এঁদের খারাপ কথা বললে বা কেউ কোন ক্ষতি করতে চাইলে এঁরা স্পষ্ট ভাষায় জবাব দেন। এঁরা পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে তা ভবিষ্যতে কাজে লাগায়।

কেউ কেউ এঁদের মাঝে মাঝে ভুল বোঝেন। রিসার্চ ওয়ার্ক, ম্যানেজম্যান্ট করে চলেন এঁরা। এঁরা ভাগ্যের ওপর বেশি ভরসা করে থাকে না। কর্মের ওপর এঁরা বেশি ভরসা করে এবং সেই অনুযায়ী পরিশ্রম করে থাকে।

পুলিশ, প্রশাসন ইত্যাদি ক্ষেত্রে এঁরা কাজ করতে ভালবাসে। মানুষের মন জয় করতে এঁরা সব সময় প্রস্তুত থাকে। এঁরা অলস স্বভাবের হয়ে থাকে।

কন্যা – এঁরা বাকপটু হয়ে থাকে। এঁরা সহজ সরল স্বভাবের হয়ে থাকে। তবে এঁরা সবসময় দোটানায় ভোগে। সিদ্ধান্ত নেওয়ায় ভুল করে। মানুষ চিনতে ভুল করে এঁরা। কাউকে সহজে ভরসা ও বিশ্বাস করে ফেলে।

সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। এঁরা সৎ স্বভাবের হয়ে থাকে। এঁরা পরিশ্রম অনুযায়ী তেমন মনের মত ফল পান না। এঁরা কখনো গাছ লাগান তবে ফল অন্য কেউ খায় অর্থাৎ এঁরা পরিশ্রম করে কিন্তু ফল অন্য কেউ পায়।

ম্যানেজম্যান্ট, ফাইনান্স, ব্যাঙ্কিং, বিজনেস ইত্যাদি ক্ষেত্রে রিসার্চ ওয়ার্ক করে করতে চেষ্টা করুন। ক্রিয়েটিভ আইডিয়া এঁদের বেশি হয়। কাকে কি বলতে হবে তা এঁদের পরে মনে পড়ে। এঁরা অন্যের হয়ে কাজ করে দেয় তবে এঁদের জন্যে সহজে কেউ কাজ করে না।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *