Winter Festival: দাসপুরে কোলমীজোড় গ্রামীণ মেলা ভাসল সাহিত্য রসে

Share with Friends

শ্যামসুন্দর দোলই, দাসপুর: পশ্চিম মেদিনীপুরে (Paschim Medinipur) দাসপুরের (Daspur) কলমীজোড়ে চলছে মরসুমের প্রথম মেলা গ্রামীণ মেলা। মেলার উৎসবমুখর মেজাজ আরও মধুর হয়ে উঠল মঙ্গলবার ৭ ডিসেম্বর। এদিন মেলা প্রাঙ্গনে আয়োজন করা হয় সাহিত্য বাসরের। সাহিত্য বাসরে অংশ নেন এলাকার সনামধন্য সাহিত্যকরা।

মেলা মানেই মিলন ক্ষেত্র। গৃহস্থালির প্রয়োজনীয় সামগ্রী থেকে আনন্দ বিনোদনেরো মিলন ক্ষেত্র মেলা। মানুষের সুস্থ জীবন যাপনের জন্য দৈহিক খাবারের সঙ্গে মানসিক খাবারও প্রয়োজন। এর পরিপুরক হল সাংস্কৃতিক চর্চা। যে জাতি যত সংস্কৃতি সম্পন্ন, সেই জাতি তত বেশি উন্নত। এই উদ্দেশ্যে সাহিত্য চর্চা একটি নির্মল উৎস। এই কারণে কোলমীজোড় গ্রামীণ মেলায় সাহিত্য বাসর‌ বসিয়েছে মেলা কর্তৃপক্ষ।

ঘাটাল মহকুমা সাহিত্য অ্যাকাডেমির সম্পাদক ডক্টর পুলক রায়ের সঞ্চালনায় কথায় কবিতায় গানে রসোত্তীর্ণ হয়ে ওঠে সাহিত্য বাসর। সাহিত্য বাসরে অংশ নেন সেবী নবীন চন্দ্র বেরা, মদনমোহন চক্রবর্তী, শ্যামসুন্দর দোলই, অসিত বরণ চক্রবর্তী, দুর্গাপদ ঘাঁটি, ডাঃ শচীদুলাল সামন্ত, সোমা প্রধান, দীপালি রায়, কুমারেশ মণ্ডল, কাশীনাথ দোলৈ, সুনীল আকাশ আলু ও বিষ্ণুপদ দত্তর মতো সাহিত্যিকরা।

সাহিত্য বাসরের শেষে মেলা কমিটির কর্মকর্তা প্রবীর মণ্ডল, আলোক গণ, রামপদ অধিকারী, অজিত সিংহ প্রমুখ ব্যক্তিবর্গ সাহিত্য বাসরে অংশ গ্রহণকারীদের হাতে সাহিত্য চর্চায় অনন্য সম্মাননা তুলে দেন।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *