কলকাতায় মা ক্যান্টিন উদ্বোধনে কুণাল সায়ন্তিকারা

Share with Friends

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: ভোটের আগেই তৃনমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন ক্যান্টিনের। সেখানে মাত্র ৫ টাকার বিনিময়ে পাওয়া যাবে ডিম ভাত। সেই কথা রাখতে আজ বৃহস্পতিবার রাজ্যে আরও একটি মা ক্যান্টিন এর উদ্বোধন করলেন। কলকাতার সুকিয়া স্ট্রিট মোড়ে মুখ্যমন্ত্রীর ভাবনার সেই ক্যান্টিন কলকাতা পুরসভা, মায়া ফাউন্ডেশন ও বাংলা সিটিজেন্স ফোরামের উদ্যোগে তৈরি হল আজ। আর্থিক চাপে থাকা মানুষদের জন্য পাঁচ টাকায় মধ্যাহ্নভোজের ব্যবস্থা করবে পশ্চিমবঙ্গ সরকার। এর আগেও কলকাতার নানা যায়গায় এই মা ক্যান্টিন এর উদ্বোধন করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। শাসক দলের মতে আপাতত রোজ চলবে এই ক্যান্টিন।

এই উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন রাজ্য তৃণমূল সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রাইস কর্ণধার শমিত রায়, বিধায়ক বিবেক গুপ্তা, পুর কোঅর্ডিনেটর স্মিতা বক্সি, সমাজসেবী রূপা মজুমদার, প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সি, ডাঃ মীনাক্ষী গঙ্গোপাধ্যায় প্রমুখ।

এ ছাড়াও তৃনমূল ছাত্র যুব নেতৃত্ব উপস্থিত ছিলেন। ছিলেন বাংলা সিটিজেন্স ফোরামের শ্যামল দত্ত, অয়ন চক্রবর্তী, ভাস্কর চৌধুরী, দেবাশিস চট্টোপাধ্যায়, সোমনাথ, অভিজিৎ, বাবাইসহ গোটা টিম। এলাকাবাসীর মতে এলাকার বহু মানুষ এখন এই ৫ টাকায় মধ্যাহ্নভোজের পরিষেবায় উপকৃত হবেন ও কাউকে না খেয়ে থাকতে হবে না। যদিও এর আগে মা ক্যান্টিন নিয়ে নানান অভিযোগ উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। এমনকি ডিম চুরির ঘটনা ও অর্ধেক ডিম দেওয়ার অভিযোগ করেন অনেকে।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *