সারদা মায়ের তিথি পুজো হল আরিট রামকৃষ্ণ আশ্রমেও

Share with Friends

শ্যামসুন্দর দোলই, দাসপুর: সারদা মায়ের (Maa Sarada) ১৬৯তম আবির্ভাব তিথি ভক্তি আড়ম্বরের সঙ্গে পালিত হল পশ্চিম মেদিনীপুরে (Paschim Medinipur) দাসপুরের (Daspur) আরিট রামকৃষ্ণ আশ্রমে। পুজো পাঠ ও ভোগ নিবেদন যথোচিত মর্যাদায় পালিত হয়েছে ২৬ ডিসেম্বর রবিবার। এই আশ্রমে ২০১৭ সাল থেকে আবাসিক অধ্যক্ষ স্বামী অক্ষয়ানন্দজী মহারাজের উদ্যোগে এই তিথি পালন হয়ে আসছে। রবিবারের পুজো-পাঠ ও ভোগ নিবেদনে ছিলেন স্থানীয় পুরোহিত সোমনাথ চক্রবর্তী।

মা তথা জননী। জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও বড়। এ রকম মায়ের যথা যোগ্য মর্যাদার সঙ্গে তিথি পুজো হল জগৎজোড়া রামকৃষ্ণ মঠ, মিশন বা আশ্রমে।

আশ্রমের শ্রীরামকৃষ্ণ অনুরাগী মহারাজ এই তিথিতে পুজো পাঠের গুরুত্ব বোঝাতে গিয়ে জানিয়েছেন, ‘১ এর মধ্যে ৩ ও ৩ এর মধ্যে ১’ সূত্র। অর্থাৎ ঠাকুর রামকৃষ্ণ ত্রয়ী (মা সারদা + স্বামী বিবেকানন্দ + সাধক রামকৃষ্ণ) রূপে প্রকাশিত। আবার এই ত্রয়ী মিলেই ঠাকুর  শ্রীরামকৃষ্ণ ১ (এক) হয়েছেন। তিনি আরও বলেন, আর এই আবির্ভাব তিথিতে ঠাকুর রামকৃষ্ণের পুজো পাঠ ও অর্চনা শ্রী শ্রী মা সারদার নামেই সঙ্কল্প ও অর্পণ করা হয় বলেই একে মায়ের তিথি পুজো বলা হয়।

এ দিন পুজোপাঠে অংশ নেন ভক্তরাও। পুজো শেষে অনুরাগী ভক্তদের মধ্যে ঠাকুরে নিবেদিত ভোগান্নে বিতরণ করা হয়।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *