স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন গান, প্রশংসিত নানা মহলে

Share with Friends

নিজস্ব প্রতিবেদন, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৭৫তম স্বাধীনতা দিবসে একটি গান লিখেছেন। দেশের ঐক্য ও জনগণের প্রতি আবেগের সেই গান ইতিমধ্যেই প্রশংসা পাচ্ছে নানা মহলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুক পেজে গানটি আপলোড হয়েছে। ভিডিওটি আপলোড করার সময় তিনি গানের কয়েকটি লাইন তুলে দিয়েছেন। তিনি লিখেছেন –

“এই ধরণীর মাটির বাঁধন

বাঁধুক জোরে মোদের,

সোনার চেয়েও যে খাঁটি

দেশটা সবার নিজের।”

“ভারতবর্ষের ৭৫তম স্বাধীনতা দিবসে দেশমাতৃকাকে আমার প্রণাম জানাই। আজকের এই শুভ দিনে আমার রচনা ও ভাবনায় একটি গান রইল সবার জন্য। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইন্দ্রনীল সেন, মনোময় ভট্টাচার্য, তৃষা পাড়ুই ও দেবজ্যোতি বোস। দেশবাসীকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। ঐক্য, সম্প্রীতি ও সর্বধর্ম সমন্বয়ের পরম্পরা এই দেশের গৌরব বৃদ্ধি করেছে। নাগরিক হিসেবে সেই ঐতিহ্য অটুট রাখাই হোক আমাদের আজকের শপথ”।

স্বাধীনতার ৭৫তম বছর উদযাপনের জন্য কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালকে ৭৫০০ বর্গফুটের বিশাল তেরঙা দিয়ে সাজানো হয়েছে।

এছাড়াও আজ মুখ্যমন্ত্রী ফেসবুকে রেড রোডের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ভিডিও আপলোড করেছেন। সেখানে তিনি জাতীয় পতাকা উত্তোলন করার ছবি পোস্ট করে বলেন, “আজ ভারতবর্ষের ৭৫তম স্বাধীনতা দিবস। দেশ স্বাধীন করতে যাঁরা আত্মবলিদান দিয়েছেন, আজকের মাহেন্দ্রক্ষণে তাঁদের বিনম্র শ্রদ্ধার্ঘ্য জানাই। দেশের প্রতিটি নাগরিককে জানাই উষ্ণ অভিনন্দন”।

আজকের দিনেও কেন্দ্র সরকার কে আক্রমন করে লিখেছেন, “বর্তমান কেন্দ্রীয় সরকার দেশবাসীর স্বাধীনতা হরণের কোনও প্রয়াসই বাদ দেয়নি। যে আদর্শের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল এই দেশ, সেই আদর্শ আজ আক্রান্ত। নানা ভাষা, নানা মত, নানা পরিধানের ঐক্যবদ্ধ জীবনের নাম ভারতবর্ষ। দেশের সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা ও ঐতিহ্য অক্ষুণ্ণ রাখাই আমাদের প্রধান কর্তব্য। সেই লক্ষ্যে আজীবন অবিচল থাকলে তবেই সকল বীর শহিদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে পারব আমরা”।

এর মধ্যে নানা মহলে গানটি প্রশংসা পেয়েছে। এর আগেও মমতা ব্যানার্জি বিভিন্ন সময় নানা কবিতা ও গান লেখার মাধ্যমে কখনো সমালোচিত হয়েছেন আবার কখনো প্রশংসা পেয়েছেন।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *