বিধায়ক খুনে অভিযুক্ত মাওবাদী নেতার মৃত্যু, মাথার দাম ছিল ১৫ লাখ টাকা

Share with Friends

সংবাদ সংস্থা, রায়পুর: ‘মোস্ট ওয়ান্টেড’ মাওবাদী নেতা বিনোদের (Maoist Leader Vinod) মৃত্যু হল। গতকাল তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। মৃত্যুর কারণ হিসাবে জানানো হয়েছে, করোনার (Coronavirus) ফলে গুরুতর সংক্রমণের ফলেই বিনোদ মারা গিয়েছেন। ছত্তিশগড়ে (Chhattisgarh) মাওবাদী এলাকা নিরাপত্তা বাহিনীর উপর একাধিক প্রাণঘাতি হামলার পিছনে এই বিনোদ ছিল বলে অভিযোগ।

দান্তেওয়াড়ার পুলিশ সুপার অভিষেক পল্লব জানিয়েছেন, বিনোদের খবর পাওয়ার জন্য এনআইএ ৫ লাখ এবং ছত্তিশগড় পুলিশ ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। এবং এই বিনোদই চলতি বছরে ঝিরামে নিরাপত্তা বাহিনীর উপর হামলার মাস্টারমাইন্ড ছিল। প্রসঙ্গত মাওবাদীদের পাতা ফাদে পা দিয়ে প্রায় ২২ জন নিরাপত্তা কর্মীর মারা যান। তাঁদের মধ্যে সিআরপিএফ জওয়ান ও ছত্তিশগড় পুলিশ কর্মী ছিলেন। এক নিরাপত্তা কর্মীকে অপহরণ করে মাওবাদীরা। এর আগে ছত্তিশগড়ের বিধায়ক ভীম মাণ্ডবিকে খুনের পিছনেও বিনোদের হাত ছিল বলে জানিয়েছেন দান্তেওয়াড়ার এসপি।

বিনোদের মৃত্যুর ফলে ছত্তিশগড়ে মাওবাদী গতিবিধি কিছুটা হলেও ধাক্কা খাবে। তবে পুলিশ এবং প্রশাসনের তরফে ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত এলাকায় কড়া নজর রাখার চেষ্টা হচ্ছে।

আরও পড়ুন: CRPF জওয়ানদের লক্ষ্য করে গ্রেনেড ছুঁড়ে পালাচ্ছে জঙ্গিরা, ভাইরাল সিসিটিভি ফুটেজ


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *