কাঁধে হাতে আঙুলে তিল থাকলে কী হয় দেখুন

Share with Friends

কাঁধ: যে জাতক জাতিকাদের কাঁধে তিল থাকে তাঁরা কঠোর পরিশ্রমী হন।

হাত: জাতক জাতিকার যদি হাতে তিল থেকে থাকে তবে তাঁরা বেশ চালাক হন। কারোর যদি ডান হাতে তিল থেকে থাকে তবে তিনি শক্তিশালী হন। ডান হাতেরই পিছনের দিকে যদি তিল থাকে তবে তিনি ধনবান হন।

উল্টো ভাবে বাম হাতে তিল থাকলে তিনি অর্থের অপচয় করেন। বাম হাতের পিছনের অংশে তিল থাকলে আবার কিপটে হয়ে থাকেন। জাতক জাতিকার যদি ডান হাতের তালু বা করতলে তিল থেকে থাকে তবে তিনি বেশ উদ্যমী এবং কর্মে নিপুন হন।

উল্টো ভাবে বাম হাতের তালু বা করতলে তিল থাকা অনৈতিক বা অসৎ কাজের সঙ্গে জড়িয়ে পড়ার ইঙ্গিত বহন করে।

আঙুল: যে জাতক জাতিকার বুড়ো আঙুলে তিল থাকে তাঁরা মানুষের সঙ্গে ভাল ব্যবহার করেন, ন্যায়প্রিয় হন। সেই জাতক জাতিকারা কর্মঠও। মধ্যমায় তিল থাকলে সেই জাতক জাতিকার জীবন বেশ সুখে শান্তিতে কাটে।

অনামিকায় তিল থাকলে সেই জাতক জাতিকা জ্ঞানী হন। তাঁরা জীবনে বেশ যশ খ্যাতি পান। তাঁরা বেশ পরাক্রমীও হন।

যাঁদের কনিষ্ঠায় তিল থাকে তাঁদের সহ্যশক্তি বেশি হয়। তাঁরা জীবনে আসা দুঃখ কষ্ট সব সহ্য করে নেন। কনিষ্ঠায় তিল থাকলে তাঁরা ধনীও হন


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *