‘দিদি’ প্রধানমন্ত্রী না হলে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে না, দাবি দেবের, পাল্টা জবাব বিজেপির

Share with Friends

নিজস্ব সংবাদদাতা, ঘাটাল: পশ্চিম মেদিনীপুরে ঘাটালে বন্যা (Ghatal Flood) পরিস্থিতি তৈরি হতেই প্রতি বারের মতো এবারও রাজ্য রাজনীতির চর্চার বিষয় হয়ে উঠল ঘাটাল মাস্টার প্ল্যান। বুধবার ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান এলাকার সাংসাদ দেব (MP Dev)। সেখানেও ফের একবার ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গ ওঠে। ঘাটালের বন্যা প্রসঙ্গে কেন্দ্রকে আক্রমণ করেন দেব।

ঘাটালে পৌঁছে দেব নাম না করে বিজেপিকে আক্রমণ করে বলেন, ভোটের আগে সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দেওয়া নেতাদের আর দেখা যায় না এখানে। কেন্দ্র ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করছে না। তাই যত দিন না দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) মুখ্যমন্ত্রী হবেন তত দিন পর্যন্ত মনে হয় না ঘটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে। দেবের এই অভিযোগেরর বিরোধিতা করেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট।

বুধবার ঘাটাল পৌঁছে নৌকায় বন্যা দুর্গত ঘাটাল, দাসপুর, কেশপুর পরিদর্শন করেন দেব। মানুষের সঙ্গে কথা বলেন। কী সমস্যায় রয়েছেন তাঁরা বোঝার চেষ্টা করেন দেব। সেই সঙ্গে আশ্বাস দেন রাজ্য সরকার সব সময় তাঁদের পাশে আছে। বন্যা কবলিত মানুষদের যাতে খাদ্য, পানীয় জলের কোনও সমস্যা না হয় সেদিকে নজর দিতে বলেন স্থানীয় তৃণমূল নেতাদের।

পেগাসাস নাকি পেট্রোপণ্য, কোনটা অগ্রগণ্য? পলাশ মুখোপাধ্যায়ের কলম

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দেব জানান, তিনি সংসদে দাঁড়িয়ে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করার প্রয়োজনিয়তা তুলে ধরেন। বহু বার প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। কিন্তু কেন্দ্রের তরফে কোনও উদ্যোগই নেওয়া হয়নি। তার পরই তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় যত দিন না প্রধানমন্ত্রী হচ্ছেন তত দিন ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে না। কারণ অন্য কোনও সরকারই এ দিকে নজর দেয়নি। ভোটের আগে সোনার বাংলা তৈরি করব, এই করব, সেই করব বলে প্রতিশ্রুতি দিলেও এখন আর কাউকে দেখা যায় না।

কথা প্রসঙ্গে দেব আরও বলেন, রাজনীতি মানুষের জন্য, মানুষকে ভাল রাখার জন্য। কিন্তু এখন খুব কম দলই মানুষের জন্য কাজ করে।

এদিকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেবের অভিযোগ প্রসঙ্গে ঘাটালের বিধায়ক শীতল কপাট বলেন, রাজ্যের কারণেই আটকে আছে ঘাটাল মাস্টার প্ল্যান। কারণ এই প্রকল্পে রাজ্যের যে পরিমান টাকা দেওয়ার কথা সেটা দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি জানেন রাজ্যের ভাগের টাকা রাজ্য দিয়ে দিলেই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করে দেবে কেন্দ্রীয় সরকার। আর তা যদি হয় মানুষ দেখতে পাবেন কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার মানুষের জন্য কেমন কাজ করছে। আর সেটা চান না মমতা বন্দ্যোপাধ্যায়। তাই অন্য সব কেন্দ্রীয় প্রকল্পের মতো ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হতে দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *