Narendra Modi on Coronavirus: নভেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন

Share with Friends

সংবাদ সংস্থা, নয়াদিল্লি: নভেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন পাবেন প্রায় ৮০ কোটি মানুষ, এমনই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi on Coronavirus)। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় এই রেশনের ব্যবস্থা করা হবে। সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন “এই মহামারীকালে সরকার দরিদ্রদের পাশে রয়েছে। দেশের ৮০ কোটিরও বেশি মানুষ নভেম্বর পর্যন্ত রেশন পাবেন”।

এর আগে ২০২০ সালের অক্টোবর মাসে প্রধানমন্ত্রী মোদী প্রথম ঘোষণায় (Narendra Modi on Coronavirus) দেশবাসীকে জানান, ভারত COVID-19  মহামারীর মধ্যে প্রায় ৮০ কোটি দরিদ্রকে ১.৫ লক্ষ কোটি টাকার বিনামূল্যে রেশন সরবরাহ করছে। এখন কোভিডের সংক্রমণ দিনে দিনে ভারতে কমছে এবং পাল্লা দিয়ে কমছে দৈনিক মৃত্যুর সংখ্যা। আজ কোভিড আক্রান্তের সংখ্যা ১.০৬ লক্ষ যা গতকালের তুলনায় কম। গতকাল কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ১.১৪ লক্ষ।  

আরও পড়ুন: ২ মাসের মধ্যে আজই দেশে করোনা সংক্রমণ সব চেয়ে কম

সবথেকে ইতিবাচক দিক হল টানা ১৪ দিন ধরে দেশে পজিটিভিটি রেট ১০ শতাংশের নিচে রয়েছে। আজ পজিটিভিটি রেট রয়েছে ৬.৩৩ শতাংশ। বিশেষজ্ঞদের মতে এই হার আরও কমবে বলেই আশা করা যায়। তবে কোভিড আক্রান্তের সংখ্যা কমলেও এখনও পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্যে লকডাউন চলেছে। হরিয়ানা এবং সিকিমের মতো রাজ্যগুলি ঘোষণা করেছে যে তাদের কোভিড লকডাউন চলবে ১৪ জুন পর্যন্ত। পশ্চিমবঙ্গে ১৫ জুন লকডাউন শেষ হওয়ার খবর রয়েছে।


Share with Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *